সুমন পাত্র, কলকাতা: কিছু বছর আগেও কম দামে দুর্দান্ত ফিচার এবং পারফরম্যান্সের ফোন কেনা সম্ভব ছিল না। তবে এখন আপনি ১৫ হাজার টাকার কম দামে ৮ জিবি র্যাম সহ জনপ্রিয় স্মার্টফোন অর্ডার করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা বিভিন্ন ব্র্যান্ডের এমন ধরনের ডিভাইসগুলি সম্পর্কে বলবো।
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৫,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে এর দাম ১০০০ টাকা কমানো যাবে। এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
রিয়েলমি ১৩ ৫জি ডিভাইসের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,৪৯৯ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এতে আছে ৬.৭২ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।
১৫ হাজার টাকার কমে মোটাোরোলা ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে মাত্র ১১,৯৪৮ টাকায় অর্ডার করা যাবে। এর সাথে ১,১৯৪ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।
পোকো এম৬ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ভালো পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে।
১৫,০০০ টাকার মধ্যে রেডমি ১৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে ১৩,৯৯৮ টাকায় অর্ডার করা যেতে পারে। এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.