নতুন বাজেট কিলার? Alcatel V3 Ultra, Classic ও Pro নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়

জনপ্রিয় টেক ব্র্যান্ড Alcatel আগামী ২৭ মে ভারতে নতুন তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যাদের নাম – Alcatel V3 Ultra, Alcatel V3 Classic এবং Alcatel V3 Pro। কোম্পানির তরফে কেবল লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও, জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্বোরে এই ফোনগুলোর ফিচার ও স্পেসিফিকেশন সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Alcatel V3 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হবে Alcatel V3 Ultra। এতে থাকবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। ফটোগ্রাফির জন্য থাকছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫০১০ এমএএইচ, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Alcatel V3 Classic এর বিশেষত্ব
এই মডেলে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Alcatel V3 Pro
এই ফোনটিও ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন সহ এসেছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল, আর সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারির কথা বললে, এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।