মিডরেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোন কেনার ভালো সুযোগ দিচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart। এখানে মিড রেঞ্জের Realme P3 Ultra 5G ফোনটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। আসুন সমস্ত অফারের পর ডিভাইসটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমির এই স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 1450K স্কোর করেছে এবং এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা 5G প্রসেসর। এই ফোনে সিনেম্যাটিক ভিডিও কোয়ালিটির সুবিধা পাওয়া যাবে। এই ডিভাইসে 1.5K কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে।
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি এর 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 15 শতাংশ ডিসকাউন্টে 26,999 টাকায় বিক্রি হচ্ছে। আবার যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে 3,250 টাকা ছাড়। এর পর ফোনটি 25 হাজার টাকার কমে কেনা যাবে।
আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে 16,400 টাকা পর্যন্ত সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এই ডিসকাউন্টের মূল্য পুরানো ফোনের মডেল এবং তার অবস্থার উপর নির্ভর করে। হ্যান্ডসেটটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে- গ্লোয়িং লুনার হোয়াইট, নেপচুন ব্লু এবং অনিয়ন রেড।
রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ডিভাইসে আছে 6.83 ইঞ্চি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল Sony IMX896 OIS প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, আর সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রিয়েলমি পি3 আল্ট্রা 5জি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.