২০ হাজার টাকার কমে কেনা যাবে OnePlus Nord CE 4 5G ও Nord CE 4 Lite, অবিশ্বাস্য অফার Amazon সেলে

Amazon Great Indian Festival Sale 2025 সবার জন্য আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বার্ষিক এই সেলে ই-কমার্স সাইটটি বিভিন্ন ধরনের প্রোডাক্টে লোভনীয় অফার দেবে। Amazon ইতিমধ্যেই এই সেলের কিছু ডিল সামনে এনেছে। জানা গেছে, পুজো উপলক্ষে এই সেলে OnePlus এর দুটি ফোন অনেক কম দামে কেনা যাবে। এই দুটি মডেল হল Nord CE 4 5G ও Nord CE 4 Lite। আসুন সেলে এদের দাম কত থাকবে এবং এগুলির ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 4 5G এর দাম ও ফিচার
Amazon Great Indian Festival সেলে এই ওয়ানপ্লাস মডেলটি ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে বর্তমানে স্মার্টফোনটি ১৯,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ সেলে ১,০০০ টাকা ডিসকাউন্ট থাকবে। উল্লেখ্য, লঞ্চের সময় এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৪,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। এতে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
OnePlus Nord CE 4 Lite এর সেলে দাম ও ফিচার
সেলে OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনটি মাত্র ১৫,৯৯৯ টাকায় বিক্রি হবে। যেখানে বর্তমানে ডিভাইসটি অ্যামাজনে ১৬,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ সেলের সময় আরও ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। প্রসঙ্গত লঞ্চের সময় এর বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১৯,৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে অ্যাকোয়া টাচ ফিচার সাপোর্ট করে, ফলে ভেজা হাতেও টাচ কাজ করবে।
এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। ক্যামেরা বিভাগে আছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল Sony এলওয়াইটি-৬০০ প্রাইমারি রিয়ার সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।