Amazon Great Indian Festival সেলে বিপুল ছাড়ে ট্যাবলেট, Apple থেকে Samsung ট্যাব কিনুন কম দামে

আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale 2025। ই-কমার্স প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই জানিয়েছে যে এই সেলে স্মার্টফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ইলেকট্রনিক্স প্রোডাক্ট ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। যদিও Amazon এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোন ডিভাইসে কত ছাড় দেওয়া হবে তা প্রকাশ করেনি। তবে Great Indian Festival Sale 2025 এর ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে জনপ্রিয় কয়েকটি ট্যাবলেট কম দামে বিক্রি হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
Apple iPad Air M3
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল আইপ্যাড এয়ার এম৩ মডেলটি সেলে ৪_,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ, এই ট্যাবটি সেলের সময় ৫০ হাজারেরও কম দামে বিক্রি হবে। যেখানে বর্তমানে এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ ওয়াইফাই মডেলটি অ্যামাজনে ৫৭,৫৪৯ টাকায় তালিকাভুক্ত আছে। এতে পাওয়া যাবে ১১ ইঞ্চি ডিসপ্লে, M3 চিপ, অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
Samsung Galaxy Tab S9 FE
Samsung এর এই মিড রেঞ্জ ট্যাবলেটটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ১_,৯৯৯ টাকায় বিক্রি হবে। ফলে এই ট্যাবটি ২০ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। সেক্ষেত্রে সেলের সময় প্রায় ১৫ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। কারণ এখন এর ১২৮ জিবি স্টোরেজ ওয়াইফাই মডেলটি Amazon-এ ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফিচারের কথা বললে, এতে দেওয়া হয়েছে ১০.৯ ইঞ্চি ডিসপ্লে, এক্সিনস ১৩৮০ চিপ, AI ফিচার সাপোর্ট, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮০০০ এমএএইচ ব্যাটারি। ট্যাবটি আইপি৬৮ রেটিং এবং এস-পেন সাপোর্ট সহ এসেছে।
Samsung Galaxy Tab S9
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Amazon Great Indian Festival Sale-এ Samsung Galaxy Tab S9 ট্যাবলেটটি ৩_,৯৯৯ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই ট্যাবটি ৪০ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। যেখানে বর্তমানে এই ট্যাবের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়াইফাই মডেলটি Amazon-এ তালিকাভুক্ত আছে ৭২,৯৯৯ টাকায়। এতে ১১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, এআই ফিচার, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।