আজ ২২ সেপ্টেম্বর থেকে Amazon Great Indian Festival Sale শুরু হয়ে গেল। প্রাইম মেম্বাররা আজ থেকেই সেলে কেনাকাটা করতে পারবেন। এই সেলে স্মার্টফোনের উপর সেরা অফার দেওয়া হচ্ছে। আপনি যদি ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে একাধিক বিকল্প পেয়ে যাবেন। এরমধ্যে থেকে সেরা কয়েকটি বিকল্প সম্পর্কে আমরা এই প্রতিবেদনে জানাবো। আমাদের লিস্টে রয়েছে Samsung, OnePlus এবং Xiaomi এর ফোন। এই ডিভাইসগুলিতে ৬৮০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি এবং ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া পাওয়া যাবে ডুয়েল ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy A55 এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এর সাথে ১,১৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আপনি এক্সচেঞ্জ অফারের মাধ্যমে হ্যান্ডসেটটি কিনতে পারেন। ফিচারের কথা বললে এতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে এক্সিনস ১৪৮০ চিপসেট। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল রিয়ার এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 14 Civi এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা পড়বে। এর সাথে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ১,৩৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও আছে। ফিচার হিসেবে এই শাওমি ফোনে ৫০ মেগাপিক্সেল লাইকা ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ও স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর সহ এসেছে।
OnePlus Nord 5 এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৩১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফোনটিতে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ১,৫৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর চালিত এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬৮০০ এমএএইচ ব্যাটারি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.