মোবাইল

১০ হাজার টাকার কমে 5G ফোন, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোনের উপর অফারের ফুলঝুড়ি

Published on:

Amazon great republic day sale best 5G Smartphones under rs 10000

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে অ্যামাজনে চলমান গ্রেট রিপাবলিক ডে সেলের ফায়দা ওঠাতে পারেন। এই সেলে জনপ্রিয় একাধিক 5G ফোন ১০,০০০ টাকার কম দামে বিক্রি হচ্ছে। আর আপনার খোঁজাখুঁজি কমাতে আমরা এই প্রতিবেদনে সেলের সেরা ৫ ডিল নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনে উল্লেখিত ডিভাইসগুলির মধ্যে আইকো, স্যামসাং, শাওমি সহ লাভা ব্র্যান্ডের স্মার্টফোন আছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কমে 5G ফোন

iQOO Z9 Lite 5G

ভিভোর সাব ব্র্যান্ডের স্টাইলিশ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ 5G প্রসেসর দ্বারা চালিত এবং এতে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল সনি এআই ক্যামেরা সেটআপ বর্তমান। সেলে ডিভাইসটি ১০,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে, তবে ব্যাঙ্ক অফারের কারণে এটি ৯,২৪৯ টাকায় কেনা যাবে।

WhatsApp Community Join Now

Redmi A4 5G

শাওমির এই স্মার্টফোনটি সেল চলাকালীন ৮,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে স্ন্যাপড্রাগন ৪ এস জেন ২ প্রসেসরের সাথে স্ট্যান্ড-অ্যালোন (SA) 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। অর্থাৎ এতে জিওর সিম ব্যবহার করা গেলেও এয়ারটেল বা ভিআই এর সিম চালানো যাবে না।

Lava O3

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে একটি নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে লাভার ডিভাইসটি ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এর দাম মাত্র ৫,৫৭৯ টাকা।

Redmi 14C 5G

লেটেস্ট শাওমি স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে সহ এসেছে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর দাম ৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy M05

স্যামসাং এম সিরিজের এই স্মার্টফোনে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। এটা ৬,২৪৯ টাকায় কেনা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন