Oppo K13 Turbo ও K13 Turbo Pro আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, গেম খেললেও ফোন গরম হবে না

ওপ্পো ভারতে Oppo K13 Turbo সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে আজ নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১১ই আগস্ট দুপুর ১২টায় এই সিরিজের ফোনগুলি ভারতে আসবে। গত জুলাই মাসে চীনে প্রথমবার লঞ্চ হয়েছিল এই সিরিজের দুটি মডেল, Oppo K13 Turbo ও K13 Turbo Pro। আশা করা যায়, ভারতেও এই দুটি ডিভাইসই আসতে চলেছে। টিজার থেকে জানা গেছে, এই সিরিজের স্মার্টফোনে ইন-বিল্ট সেন্ট্রিফিউগাল কুলিং ফ্যান থাকবে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
Oppo K13 Turbo সিরিজের মাইক্রোসাইট লাইভ করেছে Flipkart
ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart আসন্ন Oppo K13 Turbo সিরিজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইটে তৈরি করেছে। ফলে লঞ্চের পর ফোনগুলি ওপ্পো ইন্ডিয়া স্টোরের পাশাপাশি Flipkart থেকেও কেনা যাবে। মাইক্রোসাইট থেকে লঞ্চের আগে ডিভাইসগুলির ফিচার ধীরে ধীরে সামনে আনা হবে।
Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর প্রসেসর ও কুলিং সিস্টেম
চীনে লঞ্চ হওয়ার সুবাদে Oppo K13 Turbo সিরিজের ফিচার আমাদের জানা। সিরিজের Pro মডেলে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট, যা আগের প্রজন্মের তুলনায় ৩১% বেশি সিপিইউ এবং প্রায় ৪৯% বেশি জিপিইউ পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনে গুগল জেমিনি এআই এর বিভিন্ন সুবিধা যেমন টেক্সট সামারি, স্মার্ট সাজেশন ইত্যাদি ফিচার উপস্থিত। এর কানেক্টিভিটি অপশনে আছে ওয়াই-ফাই ৭, ৫জি এবং ব্লুটুথ ৬.০।
অন্যদিকে Oppo K13 Turbo মডেলে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসরে। মিডিয়াটেকের দাবি এই প্রসেসর আগের তুলনায় ৪১% ভালো মাল্টি-কোর পারফরম্যান্স এবং ৪০% কম পাওয়ার খরচ করে। এর সাথে যুক্ত রয়েছে আর্ম জি৭২০ এমসি৭ জিপিইউ।
সিরিজের উভয় স্মার্টফোনে অ্যাক্টিভ ও প্যাসিভ কুলিং সিস্টেম আছে। এরমধ্যে ১৮,০০০ আরপিএম গতিতে ঘুরতে সক্ষম ০.১মিমি ব্লেডের ফ্যান, সঙ্গে ৭,০০০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার ও ১৯,০০০ স্কোয়ার মিলিমিটার গ্রাফাইট লেয়ার।
Oppo K13 Turbo সিরিজের ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি
ওপ্পো কে১৩ টার্বো সিরিজের উভয় মডেলে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এদের পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোন দুটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Oppo K13 Turbo সিরিজের ভারতে দাম
কোম্পানির তরফে এখনও দাম সম্পর্কে কোনো ইঙ্গিত না দেওয়া হলেও, আমাদের অনুমান Oppo K13 Turbo সিরিজের মূল্য ভারতে ৪০,০০০ টাকার আশেপাশে থাকবে।