গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে Amazon Great Republic Day Sale 2025। এই সেলে একাধিক স্মার্টফোন বড় ছাড়ের সাথে উপলব্ধ। তাই আপনি যদি নতুন ফোন কিনতে চান তাহলে সেলের অফারগুলি কাজে লাগাতে পারেন। এখানে আমরা Redmi ফোনের সাথে পাওয়া সেরা পাঁচটি ডিল সম্পর্কে বলবো। মনে রাখবেন এই সেল আগামী ১৯ জানুয়ারী শেষ হবে। এই প্রতিবেদনে উল্লেখিত সবচেয়ে সস্তা ফোনটি পাওয়া যাচ্ছে ৮,২৯৯ টাকায়।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে রেডমি নোট ১৪ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১৭,৯৯৯ টাকার কেনা যাবে। এতে ২১০০ নিট ব্রাইটনেসের ডিসপ্লে আছে। সাথে পাওয়া যাবে ডলবি অ্যাটমস, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫১১০ এমএএইচ ব্যাটারি।
রেডমি এ৪ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮,২৯৯ টাকায় পাওয়া যাবে। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ এস জেন ২ প্রসেসর, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি।
রেডমি ১৩ ৫জি ডিভাইসের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। সংস্থার দাবি, এই সেগমেন্টে এটিই প্রথম ডুয়েল গ্লাসের ৫জি ফোন। এতে রয়েছে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন এই প্রসেসর এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০৩০ এমএএইচ ব্যাটারি।
ফোনটির ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট সেলে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই হ্যান্ডসেটের ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
রেডমি ১৩সি ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 8,999 টাকায় কেনা যাবে। এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসরে এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.