আজ 13 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল। প্রাইম মেম্বাররা 12 ঘন্টা আগে সেলের অফারগুলির লাভ ওঠাতে পারবেন। সেল চলাকালীন প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোন বাম্পার ছাড়ে কেনা যাবে। সেল শুরুর আগে অ্যামাজন কিছু বিশেষ ডিলের বিষয়ে জানিয়েছে। চলুন Amazon Great Republic Day সেলের অফারগুলি দেখে নেওয়া যাক।
OnePlus 13
সম্প্রতি এই ফোন লঞ্চ করেছে ওয়ানপ্লাস। এই সেলে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি 64,999 টাকায় কেনা যাবে। এতে রয়েছে 6.82 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 100W সুপারভুক ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি। এটি ডুয়েল আইপি রেটিং (IP68+IP69) সহ এসেছে।
iPhone 15
আইফোন 15 এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফারের পরে 55,499 টাকায় পাওয়া যাবে। এই স্মার্টফোনে আছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা (48 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল) সেটআপ, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 6-কোর প্রসেসর সহ A16 বায়োনিক চিপ।
Samsung Galaxy S23 Ultra 5G
স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনটি সেলে 69,999 টাকায় তালিকাভুক্ত হবে। এতে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ (200 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেল) এবং সেলফির জন্য 12-মেগাপিক্সেল লেন্স রয়েছে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট এবং 5000mAh ব্যাটারি সহ এসেছে। এতে গ্যালাক্সি এআইয়ের সাপোর্ট আছে।
OnePlus 13R
আজ 13 জানুয়ারি থেকে ডিভাইসটির সেল শুরু হচ্ছে। সেল চলাকালীন এটি 39,999 টাকায় কেনা যাবে। এই দাম 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এতে আছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, যার সুরক্ষার জন্য গরিলা গ্লাস 7i প্রোটেকশন উপস্থিত। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য এই হ্যান্ডসেটে 16 মেগাপিক্সেল সেন্সর উপলব্ধ। এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
OnePlus Nord 4 5G
ওয়ানপ্লাসের এই স্মার্টফোন সেলে 24,999 টাকায় পাওয়া যাবে। এতে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফিচারের কথা বললে এই ডিভাইসে 6.74-ইঞ্চি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 চিপসেট পাওয়া যাবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, যেখানে ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য আছে 16 মেগাপিক্সেল লেন্স। এতে 100W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।