৯,৪৯৯ টাকা থেকে 5G ফোন, Amazon Prime Day সেলে সমস্ত iQOO ফোনের দাম কমলো

অ্যামাজনের প্রাইম ডে সেল শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই থেকে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই তিন দিনের সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল ও নানা ইলেকট্রনিক গ্যাজেটের ওপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড় ও চমকপ্রদ অফার। এই সেলে iQOO ব্র্যান্ডের ফোনও অনেক কম দামে বিক্রি হবে। iQOO ইন্ডিয়া ইতিমধ্যেই অ্যামাজন প্রাইম ডে সেলে কোন কোন মডেলে ছাড় মিলবে তার লিস্ট শেয়ার করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে, Amazon India ও mshop.iQOO.com ওয়েবসাইট থেকে অফারগুলি পাওয়া যাবে।
অতি সস্তায় কেনা যাবে iQOO স্মার্টফোন
সেলে iQOO Z10 Lite মডেলটি কেনা যাবে মাত্র ৯,৪৯৯ টাকায়। এটি সেইসব ক্রেতাদের জন্য উপযুক্ত স্মার্টফোন যারা প্রথমবার ফোন কিনতে চাইছেন। এর থেকে দামী মডেল চাইলে iQOO Z10x নিতে পারেন, যার দাম রাখা হয়েছে ১২,৭৪৯ টাকা।
আবার যারা ভালো পারফরম্যান্সের ডিভাইস চান তাদের জন্য আদর্শ মডেল হতে পারে iQOO Z10। এই মডেলটি মিলবে ১৯,৯৯৯ টাকায়। এটি ৩ ও ৬ মাসের নো কস্ট ইএমআই অপশন সহ কেনা যাবে। আবার যারা গেমিং বা হেভি ইউজার, তারা কিনতে পারেন iQOO Neo 10R। সেলে এই মডেলটি বিক্রি হবে ২৩,৪৯৯ টাকায়।
এছাড়া আপনি যদি আরও প্রিমিয়াম মডেল চান, তাহলে সেল থেকে iQOO Neo 10 নিজের করতে পারেন। সেলে ডিভাইসটির দাম রাখা হবে ২৯,৯৯৯ টাকা, এর সঙ্গে পাওয়া যাবে ইএমআই এর সুবিধা। প্রিমিয়াম ইউজারদের জন্য আদর্শ মডেল হবে iQOO 13। সেলে এটি ৫২,৯৯৯ টাকায় বিক্রি হবে।
তবে অফার এখানে শেষ হয়নি। iQOO Z9S ডিভাইসটি ২০ হাজার টাকার কমে অর্থাৎ ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাবে। আর iQOO 12 মডেলটির দাম শুরু হবে ৪৪,৯৯৯ টাকা থেকে। এর সাথে ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সুবিধা মিলবে। আবার যারা ৫জি ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য iQOO Z9x 5G মডেলটি উপযুক্ত হতে পারে, যার দাম পড়বে ১০,৯৯৯ টাকা।