আজ ১৩ জুলাই অ্যামাজনের প্রাইম ডে সেলের (Amazon Prime Day Sale) শেষ দিন, এই সেল শুরু হয়েছিল ১২ জুলাই থেকে। তিন দিনের এই সেলে অ্যামাজন প্রাইম মেম্বাররা স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট পাচ্ছেন। তাই এই সময় আপনি যদি পুরনো ফোন আপগ্রেড করতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। নানা ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ও মিডরেঞ্জ ফোনে অ্যামাজন প্রাইম ডে সেলে ১৫ হাজার টাকার মতো পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। এই প্রতিবেদনে আমরা Samsung, OnePlus ব্র্যান্ডের তিনটি স্মার্টফোন ডিল সম্পর্কে বলবো।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি লঞ্চ হয়েছিল ৩৯,৯৯৯ টাকায়, এই মূল্য ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে এখন সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২৪,৯৯৯ টাকায়, অর্থাৎ প্রায় ১৫ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে ১২৪৯ টাকার পর্যন্ত ক্যাশব্যাকও। পাশাপাশি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে। ফিচারের কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল OIS সমর্থিত প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও এক্সিনস ১৪৮০ চিপসেট দেওয়া হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ১৯,৯৯৯ টাকা। তবে সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ১৬,৯৯৮ টাকায়। সাথে ৮৪৯ টাকা অবধি ক্যাশব্যাক মিলবে, এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১৬,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং এক্সিনস ১৩৮০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাস ১৩আর ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৭ টাকা। তবে এখন সেলে এই মডেলটি ৩ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, সাথে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২১৪৯ টাকা। এর সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে OnePlus Buds 3 Truly Wireless ইয়ারবাড। স্পেসিফিকেশনের কথা বললে, এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.