স্মার্টফোনে বাম্পার ছাড়, অ্যামাজন প্রাইম ডে সেলে সস্তায় কিনুন Samsung, OnePlus, Realme, iQOO ফোন

অ্যামাজন ইন্ডিয়া প্রতিবছরের মতো এবছরও নিয়ে আসছে Prime Day Sale। এই সেলে কেনাকাটায় পাওয়া যাবে আকর্ষণীয় অফার। সাথে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। তাই আপনি যদি এই মুহূর্তে স্মার্টফোন সহ অন্যান্য গ্যাজেট কিনতে চান তাহলে এই সেলের লাভ ওঠাতে পারেন। এবারের Prime Day সেল শুরু হবে ১২ জুলাই রাত ১২টা থেকে, আর চলবে ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত। তবে কেবল প্রাইম মেম্বাররাই এই বিশেষ সেলটির সুবিধা নিতে পারবেন।

Amazon Prime Day সেলে কোন কোন ফোনে অফার পাওয়া যাবে

অ্যামাজন প্রাইম ডে সেলে যেসব স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে, তার একটা লিস্ট ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গেছে, Samsung, OnePlus, HONOR, iQOO ও Realme এর মতো ব্র্যান্ডের নতুন মডেল থেকে জনপ্রিয় ফোন লোভনীয় অফারে কেনা যাবে।

অ্যামাজন প্রাইম ডে সেলে সার্কেল টু সার্চ ফিচার সহ আসা Samsung Galaxy M36 5G ডিভাইসটি পাওয়া যাবে মাত্র ১৬,৪৯৯ টাকায়। যারা হাই বাজেট রেঞ্জে ফিচারে ঠাসা স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য এটি আদর্শ।

এদিকে OnePlus Nord 5 ও Nord CE 5 মডেল দুটি আগামী ৮ জুলাই বাজারে আসছে। এগুলিতে শক্তিশালী প্রসেসর, ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর বড় ব্যাটারি থাকবে। সেলের প্রথম দিন থেকেই এগুলি কেনা যাবে।

আবার যারা বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খোঁজ করছেন, তাদের জন্য এই সেলে বিক্রি হবে iQOO Z10 Lite 5G। বড় ব্যাটারি ও ১০০০ নিট ব্রাইটনেসের ডিসপ্লে সহ আসা এই ফোনটি ১০ হাজার টাকার কমে কিনে নেওয়া যাবে।

এছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা HONOR X9c 5G, ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হওয়া Realme Narzo 80 Lite 5G এর মতো ফোন অ্যামাজন প্রাইম সেলে কম দামে কেনার সুযোগ মিলবে।

ফোন ছাড়াও, সেলের সময় OnePlus Buds 4 ও Samsung Galaxy Buds Core-এর মতো নতুন ইয়ারবাডও অ্যমাজনে সস্তায় তালিকাভুক্ত হবে। স্যামসাং বাডস পাওয়া যাবে ৫০০০ টাকার কমে, আর ওয়ানপ্লাসের ইয়ারবাডস ৮ জুলাই লঞ্চ হবে।

Amazon Prime Day সেলে অন্যান্য অফার

অ্যামাজন প্রাইম ডে সেলে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ৫% আনলিমিটেড ক্যাশব্যাক। এছাড়া হাজার টাকার উপরে অর্ডারে অ্যামাজন পে ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ১০০ টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক পাওয়া যাবে।