আগামী শনিবার থেকে শুরু হচ্ছে Amazon Prime Day Sale। আর প্রতিবারের মতো এবারের সেলেও পাওয়া যাবে আকর্ষণীয় অফার। বিশেষ করে যারা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটা দারুণ সুযোগ। কারণ প্রাইম ডে সেলে অনেক দামি ফোন পাওয়া যাবে প্রায় অর্ধেক দামে। এই প্রতিবেদনে আমরা ৩০ হাজার টাকার মধ্যে যেসব ফোন সেলে বিক্রি হবে তার লিস্ট শেয়ার করবো। এই লিস্টে Xiaomi, Honor থেকে শুরু করে iQOO এবং Oppo ব্র্যান্ডের স্মার্টফোন আছে।
অনার ২০০ ৫জি ফোনের আসল দাম ৩৯,৯৯৯ টাকা, কিন্তু প্রাইম ডে সেলে এটি কেনা যাবে মাত্র ২১,৭৪৮ টাকায়। আবার যদি SBI কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয়, তাহলে পাওয়া যাবে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
আইকো নিও ১০আর ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজারমূল্য ৩৩,৯৯৯ টাকা। তবে অফারে এটি কেনা যাবে ২৭,৯৯৮ টাকায়। উপরন্তু, কুপন ডিসকাউন্ট ও নির্দিষ্ট ব্যাংক কার্ড ব্যবহারে আরও ১৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। ফলে দাম কমে আসবে ২৬,৪৯৮ টাকায়।
অ্যামাজন প্রাইম ডে সেলে শাওমি ১৪ সিভি ডিভাইসটি পাওয়া যাবে ৫৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৯,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে এর দাম ২৮ হাজার টাকার আশেপাশে চলে আসবে। এই ডিভাইসে OLED ডিসপ্লে, লাইটওয়েট ডিজাইন আর Leica ক্যামেরা সিস্টেম উপস্থিত।
রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রেগুলার প্রাইস ৩৬,৯৯৯ টাকা হলেও সেলে এটি ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার SBI কার্ড ব্যবহার করলে দাম কমে আসবে ২৮,৯৯৯ টাকায়।
ওপ্পো এফ২৯ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা হলেও, সেলে এটি পাওয়া যাবে ২৮,৯৯৮ টাকায়। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিভাইসটি ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.