Amazon Republic Day Sale: Samsung Galaxy M সিরিজ থেকে Fold 6 ফোনে সেরা ডিল

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে নতুন নতুন ফোনে সেরা অফার দেওয়া হচ্ছে। বিশেষ করে Samsung স্মার্টফোনে লোভনীয় ডিল পাওয়া যাচ্ছে। বাজেট ফোন থেকে শুরু করে প্রিমিয়াম ফোল্ডেবল, প্রায় সব ক্যাটাগরিতে বাম্পার অফার দেওয়া হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার অতিরিক্ত পাওয়া যাচ্ছে। তাই স্মার্টফোন কেনার ইচ্ছা থাকলে, এখনই কিনে নিতে পারেন।

Amazon Republic Day সেলে Samsung ফোনে অফার

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Samsung M সিরিজে ভালো অফার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে Galaxy M17 5G সেলে ১৬,৪৯৯ টাকার বদলে পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায়। এই ডিভাইসে আছে AMOLED ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরার। আবার বাজেট কম থাকলে Galaxy M07 মডেলটি বেছে নিতে পারেন। ৯,৯৯৯ টাকার হ্যান্ডসেটটি সেলে বিক্রি হচ্ছে মাত্র ৭,৪৯৯ টাকায়।

মিড রেঞ্জে Galaxy M56 5G ডিভাইসটি কেনা লাভজনক হবে। পাতলা ডিজাইন এবং ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা সহ আসা এই স্মার্টফোনটি ৩৩,৯৯৯ টাকার পরিবর্তে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে Galaxy M06 5G বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়। এতে মিডিয়াটেক প্রসেসর এবং একাধিক ৫জি ব্যান্ড সাপোর্ট রয়েছে। Galaxy M36 5G এর উপরেও ভালো ডিল মিলছে। ট্রিপল ক্যামেরা ও সার্কেল-টু-সার্চ ফিচারের সাথে আসা হ্যান্ডসেটটি ১৫,৯৯৯ টাকায় লিস্টেড আছে।

A সিরিজের Galaxy A55 5G মডেলটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ৪২,৯৯৯ টাকার পরিবর্তে এখন পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। নতুন Galaxy S25 Ultra 5G এবং Galaxy S25 5G ডিভাইস দুটিও এই সেল থেকে লিমিটেড ডিল সহ কেনা যাবে। S-পেন সাপোর্ট ও আল্ট্রা পারফরম্যান্স চাইলে Ultra মডেলটি ১,২২,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন।

প্রিমিয়াম সেগমেন্টে Galaxy Z Fold 6 5G স্মার্টফোনটি কুপন ডিসকাউন্টের সাথে প্রায় ৬০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। এরপর এর দাম পড়বে ১,০৪,৯৯৯ টাকা। আর Galaxy Z Flip7 5G ফোনটি ৯৯,৯৯৯ টাকায় কেনা যাবে।