অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কম দামে পাওয়া যাচ্ছে। এমত পরিস্থিতিতে আপনি যদি ডুয়েল স্ক্রিনের ফোন কিনতে চান তাহলে Lava Agni 3 5G এবং Lava Blaze Duo সেল থেকে বেছে নিতে পারেন। উভয় মডেলের ব্যাক প্যানেলে ছোট সেকেন্ডারি স্ক্রিন রয়েছে, যা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। সেলে লোভনীয় অফার থাকার কারণে একটি মডেল ১৫,০০০ টাকারও কম দামে কেনা যাবে।
Lava Blaze Duo 5G এর সেলে দাম ও ফিচার
লঞ্চের সময় লাভা ব্লেজ ডুয়ো ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে উপলব্ধ অফারের ফায়দা ওঠাতে পারলে ফোনটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে
লাভা ব্লেজ ডুয়ো ৫জি ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে পাওয়া যাবে ১.৫৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৬৬ ওয়াট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Lava Agni 3 5G এর অফার ও স্পেসিফিকেশন
লাভা অগ্নি ৩ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ (চার্জার সহ) ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ২২,৯৯৯ টাকা। তবে অ্যামাজন সেলের টিজার পেজ অনুযায়ী, এটি সমস্ত অফারের পর ১৯,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে। এক্সচেঞ্জ করার জন্য পুরনো ফোন থাকলে এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও নেওয়া যাবে।
ফিচারের কথা বললে, লাভা অগ্নি ৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ১.৫কে (১২০০×২৬৫২ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ব্যাক প্যানেলে রয়েছে ছোট ১.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ব্যবহার করা যাবে কল ও মেসেজের রিপ্লাই দেওয়া, সেলফি তোলা এবং মিউজিক কন্ট্রোল করার মতো বিভিন্ন কাজে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর দ্বারা চালিত। এতে সনি সেন্সরসহ ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এতে ৩৩ ওয়াট চার্জিং সহ ৫,০০০ ব্যাটারি দেওয়া হয়েছে।