আপনি যদি মিড রেঞ্জে সেরা কোনো ফোন খোঁজ করে থাকেন তাহলে Samsung Galaxy S24 FE বেছে নিতে পারেন। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতীয় বাজারে যথেষ্ট জনপ্রিয়। ব্র্যান্ডের প্রায় প্রতিটি ডিভাইসে অত্যাধুনিক ফিচার উপস্থিত। ব্যতিক্রম নয় Galaxy S24 FE মডেলটিও। আর এখন ফোনটি ১৮ হাজার টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। অর্থাৎ অনেকটাই সস্তায় ডিভাইসটি আপনার হতে পারে।
Samsung Galaxy S24 FE এর দাম ও ডিসকাউন্ট অফার
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন সেলে এটি অনেক কম দামে কিনতে পারবেন। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।
এই মুহূর্তে ডিভাইসটি ৪৩,২২৫ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ২০০০ টাকা অতিরিক্ত ছাড়।
Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস Dynamic AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২৩৪০ x ১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে সার্কেল টু সার্চ এবং লাইভ ট্রান্সলেটের মতো এআই ফিচার উপস্থিত।
Samsung Galaxy S24 FE ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জে এটি ২৮ ঘণ্টা চলবে।