একটি নতুন স্মার্টফোন কেনার পর যে পারফরম্যান্স বা অভিজ্ঞতা পাওয়া যায়, তা কয়েক বছর অতিক্রম হলে আর পাওয়া যায় না। এর কারণ স্মার্টফোনে থাকা গুচ্ছের অ্যাপ, কিছু বদভ্যাস এবং ভর্তি ক্যাশে মেমরি। এগুলি পরিষ্কার করার পাশাপাশি, স্রেফ পাঁচটি টিপস মানলে আবার আগের মতো দৌড়বে স্মার্টফোন। সঙ্গে বাঁচবে নতুন মোবাইল ফোন কেনার টাকা।
রিস্টার্ট করুন
ফোন রিস্টার্ট করার ফায়দা হল এটি র্যাম এবং ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলি সমস্যা করছে সেগুলি সমাধান করে। পাশাপাশি সম্ভাব্য ক্ষতিকর অ্যাপ, সাইবার অ্যাটাক থেকেও বাঁচায়। মূলত, ব্যাকগ্রাউন্ড অ্যাপ মুছে ফেলতে সাহায্য করে বলে অনেকেই ফোন রিস্টার্ট করার পরামর্শ দেন।
অ্যাপ ও উইজেট ম্যানেজ করুন
আপনি অ্যাপ ব্যবহার না করলেও সেগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনার ব্যাটারি ও র্যাম শুষে নেয়। তাই সেটিংসে অ্যাপের ব্যাকগ্রাউন্ড রানিং বন্ধ করুন এবং ঘন ঘন অ্যাপ ডাউনলোড করার অভ্যাস থেকে বিরত থাকুন। পাশাপাশি হোমস্ক্রিনে যে উইজেটগুলি দেখতে পান, চেষ্টা করুন সেগুলি কম ব্যবহার করার। এছাড়া, কম দামি ফোনে ফেসবুক ও ইন্সটাগ্রামের লাইট ভার্সন ব্যবহার করতে পারেন।
অ্যানিমেশন বন্ধ করুন
আজকাল ফোনে ভর্তি থাকে ফ্যান্সি অ্যানিমেশন। এর জন্য চলে যান সেটিংসে। তারপর অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করে বিল্ড নম্বরে ট্যাপ করতে থাকুন, যতক্ষণ না একটি নোটিফিকেশন আসবে। এবার সেটিংসে সার্চ করুন ডেভেলপার অপশন, তারপর ক্লিক করে অ্যানিমেশন স্কেল বন্ধ করে দিন।
স্টোরেজ খালি করুন
গুগল ফাইল বা ফোনের যে ডিফল্ট ফাইল অ্যাপ রয়েছে সেখানে যান, তারপর অপ্রয়োজনীয় সমস্ত ছবি, ফাইল, ডকুমেন্ট, ভিডিয়ো, অডিয়ো ডিলিট করুন। এরপর ট্র্যাশ অপশনে গিয়ে সেগুলি একেবারে মুছে ফেলুন। স্টোরেজ যত খালি থাকবে ততই পারফরম্যান্স বাড়বে ফোনের।
সফটওয়্যার আপডেট
সফটওয়্যার আপডেট এড়িয়ে যাবেন না। কারণ নতুন আপডেটে পুরনো প্রযুক্তিগত ত্রুটি সমাধান করা হয়। যার ফলে ফোনের পারফরম্যান্স বাড়ে এবং আপনার ডেটা নিরাপদ থাকে। তাই সেটিংসে অ্যাবাউট ফোন অপশনে গিয়ে অবশ্যই সফটওয়্যার আপডেট করুন।