মোবাইল

ওপ্পো-ভিভো-শাওমি, বা স্যামসাং-ও নয়, চমকে দেবে সবচেয়ে শক্তিশালী Android ফোনের নাম

Published on:

Antutu Top 10 best performing flagship smartphones Rankings in December 2024 red magic 10 pro plus tops

জনপ্রিয় স্মার্টফোন বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম AnTuTu প্রতি মাসে পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা দশটি ফোনের তালিকা প্রকাশ করে। নতুন বছরের ক্ষেত্রেও তার অন্যথা হল না৷ 2024 সালের ডিসেম্বরে সর্বাধিক বেঞ্চমার্ক স্কোর করেছে এমন দশটি মোবাইল ফোনের লিস্ট সামনে এনেছে প্ল্যাটফর্মটি। উল্লেখ্য, এই আনটুটু সিপিইউ, জিপিইউ, র‍্যাম, স্টোরেজ সহ ডিভাইসের বিভিন্ন দিক পরীক্ষা করে। তারপর হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের কর্মক্ষমতার উপর ভিত্তি করে একটি স্কোর বরাদ্দ করে।

ডিসেম্বরে AnTuTu র‍্যাঙ্কিংয়ে সেরা দশ Android ফ্ল্যাগশিপ ফোন

1 – রেড ম্যাজিক 10 Pro+ (Snapdragon 8 Elite, 24GB + 1TB) – স্কোর 2,924,229

WhatsApp Community Join Now

2 – ওয়ানপ্লাস Ace 5 Pro (Snapdragon Elite, 16GB + 1TB) – স্কোর 2,918,301

3 – ওপ্পো Find X8 Pro স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,878,675

4 – ভিভো X200 Pro স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,875,848

5 – আইকো 13 (Snapdragon 8 Elite, 16GB + 1TB) – স্কোর 2,846,279

6 – আইকো Neo 10 Pro (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,832,907

7 – ওপ্পো Find X8 (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,820,330

8 – ভিভো X200 (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,808,116

9 – ওয়ানপ্লাস 13 (Snapdragon 8 Elite, 24GB + 1TB) – স্কোর 2,785,291

10 – ভিভো X200 Pro Mini (Dimensity 9400, 16GB + 1TB) – স্কোর 2,769,693

আনটুটুর টপ পারফর্মিং ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনের লিস্টে Red Magic 10 Pro+ শীর্ষস্থান দখল করেছে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর বর্তমান। আর গত বছরের নভেম্বরে এক নম্বরে ছিল Asus Rog Phone 9 Pro। শুনলে অবাক হবেন, রেড ম্যাজিকের থেকেও বেশি স্কোর করেছিল এটি, যা ছিল 2,918,301 পয়েন্ট।

ওয়ানপ্লাস এস 5 প্রো আশ্চর্জনক ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় এবং চতুর্থ স্থান পেয়েছে ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো ও ভিভো এক্স200 প্রো-র স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন। উভয় ফোনে ডাইমেনসিটি 9400 প্রসেসর রয়েছে। ছয় নম্বরে আইকো নিও 10 প্রো লিস্টের সবথেকে সস্তা স্মার্টফোন, তা সত্বেও ভাল স্কোর করতে সমর্থ হয়েছে। যারা বাজেটের মধ্যে হাই-পারফরম্যান্স ফোন খুঁজছেন তাদের জন্য এটি উপযুক্ত বিকল্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন