ক্রেতাদের চাহিদা বুঝে আসন্ন iPhone 17 সিরিজের ডিজাইনে অবশেষে পরিবর্তন আনছে Apple। 9toMac এর রিপোর্ট অনুযায়ী, পরবর্তী প্রজন্মের আইফোন লাইনআপের প্রো মডেলগুলিতে নতুন ক্যামেরা মডিউল দেখা যাবে, যার পিছনে থাকবে এলিভেটেড হরাইজন্টাল বার। রিপোর্টে আরও বলা হয়েছে, iPhone 17 Air মডেলেও স্মুথ ডিজাইন দেখা যাবে। এছাড়া এই ফোনের ক্যামেরা এবং চার্জিং স্পিডে আপগ্রেড আনা হবে।
iPhone 17 সিরিজের ডিজাইনে এই পরিবর্তন দেখা যাবে
রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে হরাইজন্টাল বার-স্টাইলের রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। তবে ক্যামেরা ডিজাইন একই থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও লিডার সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ ডানদিকে সরানো হতে পারে। ক্যামেরা মডিউলটি ব্যাক প্যানেলের একটি বড় অংশ জুড়ে অবস্থিত হবে এবং প্রো মডেলগুলি ডুয়াল-টোন ফিনিশের সাথে আসতে পারে। এছাড়া নতুন আইফোন পাতলা বেজেল এবং আরও কমপ্যাক্ট ডায়নামিক আইল্যান্ড সহ আসত।
iPhone 17 সিরিজের চার্জিং স্পিড
ম্যাকরিউমার্স তাদের রিপোর্টে দাবি করেছে যে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনে ৩৫ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড চার্জিং স্পিড সাপোর্ট করতে পারে। যেখানে আইফোন ১৬ প্রো মডেলগুলি কেবল ৩০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে বলে জানা গেছে।
iPhone 17 বনাম iPhone 17 Pro Max এর ক্যামেরা আপগ্রেড
আইফোন ১৭ লাইনআপে উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড দেখা যাবে। সামনের ক্যামেরায় সবচেয়ে বড় আপগ্রেড দেখা যেতে পারে, সমস্ত মডেলে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে, যেখানে পূর্ববর্তী মডেলগুলিতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। আইফোন ১৭-এর রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২এক্স জুম ক্যাপাবিলিটি সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, প্রো ম্যাক্স মডেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে। পারে, যার সবকটিতেই ৪৮ মেগাপিক্সেল সেন্সর হবে।