চলতি বছরের প্রথমার্ধে চতুর্থ প্রজন্মের আইফোন SE লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই সপ্তাহের শুরুতে, আইফোন এসই 4 এর লঞ্চের সময় সামনে এসেছিল। আজ আবার নতুন রিপোর্টে এর কিছু মূল স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, iPhone SE 4 মডেলে 60 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। এটি অ্যাপলের A18 বায়োনিক চিপের সাথে আসবে এবং এতে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে। আবার iPhone SE 4 মডেলটি আইফোন 16e নামে বাজারে উপস্থিত হবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
Apple iPhone SE 4 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
উইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে আইফোন এসই 4, যা আইফোন 16e শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই ডিভাইসে 6.06-ইঞ্চি ফুল-এইচডি প্লাস এলটিপিএস ওএলইডি ডিসপ্লে পাওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট 60 হার্টজ। এই ডিসপ্লের ডিজাইন হবে নচ স্টাইল। এই ফোনে ফেস আইডি সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাপলের A18 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যা iPhone 16 ডিভাইসেও ছিল।
আইফোন এসই 4 মডেলে ফটোগ্রাফির জন্য 48 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এতে মেটালের মিডিল ফ্রেম এবং জলরোধী বিল্ড কোয়ালিটি থাকবে।
আরেক ওয়েইবো টিপস্টার স্মার্ট পিকাচু-ও দাবি করেছেন আইফোন এসই 4 ডিভাইসে সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেখা যাবে। আর এই ফোনে ‘অ্যাপলের স্ব-বিকাশিত বেসব্যান্ড’ থাকবে। এটি অ্যাপলের ইন-হাউস 5G মডেম হতে পারে।
Apple iPhone SE 4 এর দাম এত হতে পারে
রিপোর্ট অনুযায়ী, পরবর্তী প্রজন্মের আইফোন এসই এই মাসের শেষের দিকে আইপ্যাড 11 এবং আইওএস 18.3 এবং আইপ্যাডএস 18.3 সফ্টওয়্যারের সাথে লঞ্চ হবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান যদিও বলেছেন যে ফোনটি এপ্রিলের শেষের আসবে। এর দাম 500 ডলারেরও কম (প্রায় 42,000 টাকা) হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় আইফোন এসই 4 ফোনটির দাম হতে পারে 800,000 কোরিয়ান ওন (প্রায় 46,000 টাকা)।
অ্যাপলের আইফোন এসই 4 মডেলে 6 জিবি এবং 8 জিবি এলপিডিডিআর5 র্যাম পাওয়া যাবে বলে জানা গেছে। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে।