Apple ভারতের বাজারে নতুন রেকর্ড গড়লো। এদেশে আইফোন তৈরির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি জনপ্রিয়তা বাড়ার কারণে নতুন রেকর্ড গড়তে পেরেছে আমেরিকার টেক জায়ান্টটি। নয়া একটি রিপোর্টে বলা হয়েছে, গত বছর আইফোনের শিপমেন্ট ও বিক্রি অনেকটাই বেড়েছে। বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে, প্রায় ৪ শতাংশ iPhone এর বিক্রি বেড়ে ১৫০ মিলিয়নেরও বেশি আইফোন ইউনিট বিক্রি হয়েছে।
বাজার গবেষণা সংস্থা আইডিসি (ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন) জানিয়েছে, গত বছরের প্রথম ছয় মাসে শিপমেন্ট ৭ শতাংশ বেড়েছে Apple এর। কিন্তু পরের ছয় মাসে এই বৃদ্ধি নেমে আসে মাত্র ২ শতাংশে। তা সত্ত্বেও, সংস্থাটি সারা বছর ধরে ১৫১ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি করেছে। যা এখন পর্যন্ত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড।
গত বছর, আইফোনের শিপমেন্টে ৪ শতাংশ বেড়েছে এবং সমস্ত ধরনের স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য (এএসপি) প্রায় ২৫৯ ডলারে (প্রায় ২২,৪৮০ টাকা) পৌঁছেছে। এন্ট্রি প্রিমিয়াম সেগমেন্টে বছরে ৩৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে, যার মধ্যে ২০০ ডলার থেকে ৪০০ ডলার দামের স্মার্টফোনও রয়েছে। এই বিভাগটি ভারতের মোট স্মার্টফোন বাজারের প্রায় ২৮ শতাংশ।
এদিকে, প্রিমিয়াম সেগমেন্টেও ৩৪ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখা গেছে, যার মধ্যে স্মার্টফোনগুলি ৬০০ ডলার থেকে ৮০০ ডলার (প্রায় ৫২,২০০ টাকা থেকে ৬৯,৬০০ টাকা) এর মধ্যে রয়েছে। এই বিভাগে অ্যাপলের জনপ্রিয় মডেলগুলির মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫।
ফোল্ডেবল আইফোন আনতে পারে Apple
ফোল্ডেবল স্মার্টফোনের দৌড়ে পিছিয়ে পড়া অ্যাপল আগামী বছরে ফ্লিপ-স্টাইল ডিভাইস লঞ্চ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া ফোল্ডেবল ম্যাকবুক ও আইপ্যাডও বাজারে আনতে পারে তারা।