মোবাইল

মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

Published on:

asus-rog-phone-9-fe-launch-price-specifications-thailand

Asus গত বছরের নভেম্বরে ROG Phone 9 ও ROG Phone 9 Pro লঞ্চ করেছিল। আর গতকাল সংস্থাটি এই লাইনআপে বাজেট-ফ্রেন্ডলি বিকল্প হিসাবে Rog Phone 9 FE প্রকাশ করেছে। এই গেমিং স্মার্টফোনে আরওজি সিরিজের কোর গেমিং ফিচার্স ধরে রাখা হয়েছে। তবে Snapdragon 8 Elite চিপসেট সরিয়ে Snapdragon 8 Gen 3 দিয়ে প্রতিস্থাপন করেছে আসুস। চলুন নতুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Asus ROG Phone 9 FE: স্পেসিফিকেশন ও ফিচার্স

WhatsApp Community Join Now

আসুস আরওজি ফোন ৯ এফই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ স্যামসাং অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি এইচডিআর১০+ ও ২,৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। আবার স্ক্রিনটি ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ডাইনামিক রিফ্রেশ রেট অফার করে। সিস্টেম সেটিংসে ১৬৫ হার্টজ বা গেম জেনিতে ১৮৫ হার্টজ পর্যন্ত বুস্ট করার বিকল্প পাবেন।

ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আছে। ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ৬৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করে। ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে রয়েছে একটি গিম্বাল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

আসুস আরওজি ফোন ৯ এফই-র সামনে একটি ৩২ মেগাপিক্সেল আরজিবিডব্লিউ সেলফি ক্যামেরা আছে। ফোনের গেমিং-কেন্দ্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এয়ারট্রিগার প্রেশার সেন্সিটিভ শোল্ডার কন্ট্রোল ও ব্যাক প্যানেবে এনিমি মিনি-এলইডি (৮৫টি ডট) প্রোগ্রামেবল ম্যাট্রিক্স। ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত। সঙ্গে আইপি৬৮ রেটিং রয়েছে।

Asus ROG Phone 9 FE: দাম

আসুসের এই নতুন গেমিং ফোনটি থাইল্যান্ডে সংস্থার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। দাম ২৯,৯৯০ টিএইচবি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৭,৬০০ টাকার সমান। এটি আরওজি ফোন ৯ সিরিজের বাকি দুই মডেলের থেকে কিছুটা সস্তা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন