Asus অপেক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসেই নতুন জেনফোন লঞ্চের ঘোষণা করল। আপকামিং মডেলটি হচ্ছে Zenfone 12 Ultra। তাইওয়ানের ব্র্যান্ডটি গত বছরের মার্চে Zenfone 11 Ultra প্রকাশ করেছিল। ফলে উত্তরসূরী মডেলের লঞ্চ এক মাস এগিয়ে এল। উল্লেখ্য, আগের বছর, Zenfone 11 Ultra থেকে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর বাদ পড়েছিল। আসন্ন Zenfone 12 Ultra ফোনটির ক্ষেত্রেও তার অন্যথা হবে না।
Asus Zenfone 12 Ultra লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে
আসুস তাদের অফিসিয়াল এক্স প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, নেক্সট জেনারেশন জেনফোন 12 আল্ট্রা আগামী 6 ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত আটটায় আত্মপ্রকাশ করবে। ওই পোস্টে ইঙ্গিত, নতুন ফোনটিতে AI ফিচার্স দেখা যাবে এবং মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে। আসুসের শেয়ার করা টিজার ইমেজ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট কনফার্ম করেছে।
আবার ভিডিও ক্যাপচার করার সময় জেনফোন 12 আল্ট্রায় ফোকাস ট্র্যাকিং বৈশিষ্টের উপস্থিতি নিশ্চিত করেছে। ডিভাইসটির বাকি স্পেসিফিকেশনগুলি এই মুহূর্তে অজানাই রয়েছে। তবে লঞ্চ ইভেন্টের আগে সংস্থা টিজার প্রকাশ করতে শুরু করবে। সেগুলি থেকে ডিটেলস সামনে আসবে।
জানিয়ে রাখি, জেনফোন 12 আল্ট্রা গত বছরের নভেম্বরে ব্লুটুথ এসআইজি ডেটাবেসে দেখা গিয়েছিল৷ এদিকে, 11 আল্ট্রা মডেলটি কিছুটা আসুস আরওজি ফোন 8-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলা যায়। ফলে গত নভেম্বরে উন্মোচিত Rog Phone 9-এর সঙ্গে মিল থাকতে পারে Zenfone 12 Ultra স্মার্টফোনের। এতে Snapdragon 8 Elite প্রসেসর এবং 24 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যেতে পারে।