দশ থেকে বারো হাজার টাকার বাজেটে ১০৮ MP ক্যামেরা ফোন, Motorola ও POCO সহ সেরা অপশন

ভালো ক্যামেরার ফোন মানেই এখন আর ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ নয়। বাজারে এখন ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যেই এমন কিছু স্মার্টফোন আছে, যেগুলি ক্যামেরার দিক থেকে বেশ চমকপ্রদ। বিশেষ করে যারা প্রাইমারি ক্যামেরার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এই বাজেটে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা অপশন পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে এমন দুটি ডিভাইস সম্পর্কে বলবো।
যাদের মধ্যে রয়েছে Poco এবং Motorola এর দু’টি জনপ্রিয় স্মার্টফোন। উভয় হ্যান্ডসেটে বড় সেন্সর, ভালো ডিসপ্লে আর দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে।
Poco M6 Plus 5G: কম দামে ভালো ক্যামেরা ফোন
Poco M6 Plus 5G এখন অ্যামাজন ইন্ডিয়ায় ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই মূল্য ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের। এর সঙ্গে রয়েছে ৬ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট, ফলে মোট র্যাম ব্যবহার করা যাবে ১২ জিবি পর্যন্ত।
ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। দিনের আলোতে ছবি বেশ শার্প আসে, রঙও খুব বেশি বাড়াবাড়ি করা নয়। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল আর সোশ্যাল মিডিয়ার জন্য ঠিকঠাক।
ডিসপ্লের কথা বললে, এতে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস প্যানেল উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২। এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola G60: ব্যাটারি ও সেলফি ক্যামেরা মন জয় করবে
Motorola G60 বর্তমানে ফ্লিপকার্টে প্রায় ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এতেও রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে মিলবে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
সেলফি ক্যামেরার জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সহ এসেছে। আর সামনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটি পাওয়া যাচ্ছে ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যাম্পেইন কালার অপশনে।

