আপনি যদি নতুন বছরে দারুণ একটি 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা 15000 টাকার কম দামে উপলব্ধ সেরা কয়েকটি 5G ফোনের বিষয়ে বলবো, যা দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি অফার করে। সাথে এই ডিভাইসগুলিতে 108 মেগাপিক্সেল পর্যন্ত প্রাইমারি রিয়ার ক্যামেরাও আছে। অর্থাৎ এক কথায় ডিভাইসগুলি অলরাউন্ডার। আসুন 15 হাজার টাকার কমে লঞ্চ হওয়া 5G এই স্মার্টফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
15000 টাকার মধ্যে ভালো 5G মোবাইল ফোন
Tecno Pova 6 Neo 5G
টেকনোর এই 5G স্মার্টফোনটি 15000 টাকারও কম দামে কেনা যাচ্ছে। এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টে 12,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 6.67-ইঞ্চি HD+ আইপিএস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে রয়েছে 16 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট। ফটোগ্রাফির জন্য টেকনো পোভা 6 নিও 5G ডিভাইসে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরা 3x ইন-সেন্সর জুম সাপোর্ট, শুটিং মোড, সুপার নাইট মোড, টাইম-ল্যাপস এবং ডুয়েল ভিডিওর মতো অনেক মোডের সাথে এসেছে।
Realme 14x 5G
রিয়েলমি 14x এর 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। এর সাথে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনে 6.67 ইঞ্চি 120Hz LCD ডিসপ্লে আছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 625 নিটস। এই ফোনটি IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo K12x 5G
অপ্পোর এই মিড বাজেট ফোনটি 120Hz রিফ্রেশ রেটের 6.67-ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ এসেছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে এতে 32 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 45W চার্জিং সহ 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo K12x এর 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা।
Lava Blaze Duo
অ্যামাজন থেকে দুই ডিসপ্লের এই লাভা ফোনটি 15,499 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে 6.67-ইঞ্চি ফুল-এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড প্রধান ডিসপ্লে আছে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার রিয়ার প্যানেলে ছোট 1.58-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। এতে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ফোনের ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর। এই স্মার্টফোনে 33W চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
POCO M7 Pro 5G
এটি পোকোর সবচেয়ে উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে ফোন যা 2100 নিটস পিক ব্রাইটনেস সহ এসেছে। POCO M7 Pro 5G এর 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে 14,999 টাকায় কেনা যাচ্ছে। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর ব্যবহার হয়েছে। এতে এআই ইরেজ, এআই ম্যাজিক স্কাই এবং এআই অ্যালবামের মতো ফিচার রয়েছে। ক্যামেরার কথা বললে POCO M7 Pro 5G ফোনে OIS সহ 50MP Sony LYT-600 সেন্সর ও 2MP ডেপথ সেন্সর এবং একটি 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি IP64 ডাস্ট এবং ওয়াটার রেটিং সহ এসেছে। এতে 45W ফাস্ট চার্জিং সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে।