আজকাল স্মার্টফোনের যে ফিচারটির সবথেকে বেশি চাহিদা থাকে তা হল ক্যামেরা। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যত ভালো হবে সেই ফোন বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেশি। তার উপর, এখন এআইয়ের যুগ। যন্ত্রমেধার সহযোগিতায় ফোনের ক্যামেরায় আমূল পরিবর্তন এসছে। আপনিও যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য সেরা পাঁচ সন্ধান রইল। সবথেকে ভালো বিষয় হল, এই পাঁচ ফোনেরই দাম ৩০ হাজার টাকার কম।
AI ক্যামেরা ফোনের ক্ষেত্রে Realme 14 Pro+ অসাধারণ বিকল্প। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ ১/১.৫৬-ইঞ্চি), আল্ট্রা ক্ল্যারিটির মতো AI বৈশিষ্ট্য সমৃদ্ধ। কম আলোতে দুর্দান্ত ছবি উঠবে এবং জুম করা ছবি ফেটে যাবে না, এমনটাই দাবি কোম্পানির। সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স (৩X OIS) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
দাম : ২৯,৯৯৯ টাকা।
এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ ১/১.৯৫-ইঞ্চি) এর সাথে AI ক্যামেরার দক্ষতা। মিলবে AI নাইট মোড, যা ম্লান আলোতে ভালো কাজ করে। সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে AI পোর্ট্রেট ইফেক্ট। বোনাস হিসেবে, AI ইমেজ এক্সপ্যানশন আপনাকে জেনারেটিভ AI ব্যবহার করে সৃজনশীল ছবি তুলতে সাহায্য করবে।
দাম : ২৭,৯৯৯ টাকা।
Motorola Edge 50 Fusion এ রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ ১/১.৫৬ ইঞ্চি), যা খাবার, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটের সেটিংস অপ্টিমাইজ করার জন্য AI সিন ডিটেকশনের সুবিধা রয়েছে। এছাড়া, AI ফটো এনহ্যান্সমেন্ট ফিচার রয়েছে, মিলবে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ম্যাক্রো শুটার এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
দাম : ২০,৯৯৯ টাকা
রিয়েলমির আরেকটি এআই ক্যামেরা ফোন, যাতে রয়েছে সনি আইএমএক্স৮৯৬ সেন্সর (১/১.৫৬-ইঞ্চি ওআইএস সহ), অপ্টিমাইজড শটের জন্য এআই স্ন্যাপ মোড এবং এআই ইরেজ ২.০। সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনের ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
দাম : ২৩,৯৯৯ টাকা।
এই ফোনে মজুত ৫০ মেগাপিক্সেল সনির সেন্সর (OIS সহ ১/১.৯৫ইঞ্চি) AI বৈশিষ্ট্য সমৃদ্ধ ক্যামেরা, সঙ্গে AI ক্লিয়ার ফেস, যা ঝাপসা গ্রুপ শট নিতে সাহায্য করে এবং AI বেস্ট ফেস যা বন্ধ চোখ ঠিক করতে সাহায্য করে। মিলবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
দাম : ২৬,৪৯৯ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.