মোবাইল

চোখের নিমেষে ফুল চার্জ, সেরা পাঁচ ফাস্ট চার্জিং স্মার্টফোন, Realme থেকে OnePlus আছে লিস্টে

Published on:

Best 5 fast charging Smartphones list under 30000 mid range Motorola realme OnePlus

Best 5 Fast Charging Smartphone Under 30000: স্মার্টফোনের বাজারে ক্রমাগত নতুন নতুন ডিভাইস হাজির হচ্ছে। ক্যামেরা থেকে চার্জিং, সবক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। বিশেষ করে মিড-রেঞ্জের ফোনেও এখন দ্রুত চার্জিং প্রযুক্তি পাওয়া যাচ্ছে। এমত পরিস্থিতিতে আপনি যদি মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন ডিভাইস কিনতে চান এবং ভাল পারফরম্যান্সের পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন খোঁজ করে থাকেন তাহলে একাধিক বিকল্প পাবেন। তবে তাদের মধ্যে থেকে সেরা কয়েকটি মডেল বেছে নিয়ে এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো। এখানে উল্লেখিত সমস্ত স্মার্টফোনের দাম ৩০ হাজার টাকার কম।

৩০,০০০ টাকার মধ্যে ফাস্ট চার্জিং স্মার্টফোন

Motorola Edge 50 Pro

Motorola ফোনটি ৪৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং এতে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ফুল চার্জে ফোনটি ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই স্মার্টফোনের দাম ২৯,৯৯৯ টাকা।

আরও পড়ুন:  ছয় বছর ধরে পাবেন অ্যান্ড্রয়েড আপডেট, খুব সস্তায় 5G ফোন লঞ্চ করে বাজিমাত Samsung-এর

OnePlus Nord 4

ওয়ানপ্লাস নর্ড লাইনআপের এই ডিভাইসে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি আছে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্রেতারা ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ফোনটি কিনতে পারবেন ২৮,৯৯৯ টাকায়।

Poco F6

Poco স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেয়। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির দাম ২৯,৯৯০ টাকা।

আরও পড়ুন:  ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy A16 5G সবচেয়ে কম দামে, ৬ বছরে খারাপ হবে না

Realme GT 6T

Realme ফোনটি স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ৩ প্রসেসরের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেয় এবং এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি আছে। মাত্র ৩২ মিনিটেই শূন্য থেকে ফুল চার্জ হয়ে যায় এটি। ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ডিভাইসটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ টাকায়।

Poco X7 Pro

পোকো স্মার্টফোনটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে ৬৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দাবি করা হচ্ছে, মাত্র ৩৪ মিনিটেই শূন্য থেকে ফুল চার্জ হয় এই ফোন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইস।