আপনার পকেটে যদি ১৫,০০০ টাকা থাকে এবং আপনি এই রেঞ্জে দুর্দান্ত ক্যামেরা সহ পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে একাধিক ডিভাইস বিকল্প হিসেবে পাবেন। এই প্রতিবেদনে আমরা ১৫ হাজার টাকার কমে সেরা পাঁচ স্মার্টফোন সম্পর্কে বলবো। এদের মধ্যে আছে Redmi, CMF, Samsung, Motorola ও Infinix ব্র্যান্ডের ফোন। আসুন এই সেগমেন্টের সেরা ডিভাইসগুলির লিস্ট দেখে নেওয়া যাক।
১৫০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন ২০২৫
Redmi 13 5G
শাওমির রেডমি লাইনআপের এই ফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।
CMF Phone 1
আমেরিকান টেক কোম্পানি নাথিংয়ের সাব-ব্র্যান্ডের এই ফোনটি ডিজাইনের দিক থেকে সবচেয়ে অনন্য এবং ক্লিন ইউআই অফার করে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং রিপ্লেসযোগ্য ব্যাক প্যানেল সহ এই ডিভাইসটি অ্যামাজনে ১৩,৬২৯ টাকায় তালিকাভুক্ত আছে।
Samsung Galaxy M35 5G
যদি স্যামসাং আপনার প্রিয় ব্র্যান্ড হয় তবে এম-সিরিজের এই স্মার্টফোনটি ১৫ হাজার টাকার কমে একটি ভাল বিকল্প হতে পারে। এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল সেন্সর সফ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং এর দাম ১৪,৯৯৯ টাকা।
Motorola G64 5G
মোটোরোলার এই ডিভাইসে রয়েছে শক্তিশালী বিল্ড কোয়ালিটি, হাই রিফ্রেশ রেট সাপোর্ট এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি অ্যামাজনে ১৪,১১০ টাকা থেকে পাওয়া যাচ্ছে।
Infinix Hot 30 5G
মাত্র ১২,৪৯৯ টাকায় উপলব্ধ এই ফোনটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ।