আপনি যদি ভেবে থাকেন ওয়াটারপ্রুফ ফোন সস্তায় পাওয়া যায় না, তাহলে আপনি ভুল। এখন ২০,০০০ টাকার কম দামের স্মার্টফোনে ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এই প্রতিবেদনে আমরা এমন ধরনের কিছু জল প্রতিরোধী বিল্ড সহ আসা ডিভাইসের বিষয়ে বলবো। এদের মধ্যে আছে Redmi Note 14 5G, Realme P3x 5G, Oppo F27 Pro Plus 5G স্মার্টফোন।
এই মোটোরোলা ফোনটি ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।
শাওমি নোট সিরিজের এই স্মার্টফোন ১৭,৯৯৮ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৫১১০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
এই রিয়েলমি ফোনটি আইপি৬৯ জল প্রতিরোধী রেটিং সহ এসেছে এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট চার্জিং স্পিড সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির দাম ১৩,২৪৬ টাকা।
দুর্দান্ত বিল্ড কোয়ালিটির সাথে আসা এই ওপ্পো ফোনটির দাম ১৭,৯৯৬ টাকা। এতে ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরের সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
রিয়েলমি ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসটি ১৩,৫০০ টাকার কাছাকাছি দামে কেনা যাবে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.