আপনার যদি ফটোগ্রাফি এবং ভিডিও বানানোর শখ থাকে এবং কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সেরা ৫টি ফোনের সন্ধান দিতে পারি আমরা। ৮,০০০ টাকার কম দামে আসা এই ফোনগুলিতে আপনি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। এই স্মার্টফোনগুলি Motorola, Redmi, Samsung এবং Poco ব্র্যান্ডের অধীনে এসেছে। চলুন ফোনগুলির নাম ও ফিচার জেনে নেওয়া যাক।
মটোরোলা জি০৫ ফোনে ক্রিস্টাল ক্লিয়ার ছবির জন্য পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এতে এইচডিআর সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে। তাই মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি আদর্শ। ফ্লিপকার্ট থেকে এই ডিভাইসটি আপনি ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
আইটেল এ৮০ একটি চমৎকার বাজেট-ফ্রেন্ডলি ক্যামেরা ফোন, এতে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা চমৎকার সেলফি তুলতে এবং ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে। ফ্লিপকার্টে এই ফোনটি বিক্রি হচ্ছে ৭,১৯৯ টাকায়।
রেডমি ১৩সি ৫জি বাম্পার ছাড়ের পরে ৭,১৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে ওয়াইড শটের জন্য পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং তৃতীয় সেন্সর পাওয়া যাবে। এতে এইচডিআর সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড সাপোর্ট করবে।
স্যামসাং গ্যালাক্সি এম০৫ ডিভাইসে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পোট্রেট শটের জন্য ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। অ্যামাজনে এই ফোনটি বিক্রি হচ্ছে ৬৪৯৯ টাকায়। স্যামসাংয়ের এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে ৩০/৬০ এফপিএসে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে।
পোকো সি৭৫ ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে চিত্তাকর্ষক ক্যামেরা উপস্থিত। এই স্মার্টফোনে পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই পোকো ফোনে এইচডিআর সহ ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.