অনেকে ভাবেন ৫জি নেটওয়ার্ক পাওয়ার জন্য মোটা টাকা খরচ করতে হবে। কিন্তু, এই ধারণা সম্পূর্ণ ভুল। ১০ হাজার টাকা বাজেট হলেও পেয়ে যাবেন Motorola, Redmi এর একাধিক স্মার্টফোন। আপনিও যদি নিজের স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা করেন, তাহলে এই প্রতিবেদনে সেরা পাঁচ ৫জি ফোনের সন্ধান রইল। আসুন দেখে নেওয়া যাক।
১০ হাজার টাকার নীচে ৫জি স্মার্টফোন
Redmi 14C
শাওমির সাব-ব্র্যান্ড রেডমির একটি নতুন বাজেট স্মার্টফোন। রেডমি ১৪সি ৫জি-তে রয়েছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ৬০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা। প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২, ৫জি চিপ, যা ৪ জিবি র্যাম সাপোর্ট করে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেল। অ্যামাজনে বর্তমানে রেডমি ১৪সি ৫জির দাম মাত্র ৯৯৯৯ টাকা।
Motorola G35
মটোরোলার এই স্মার্টফোনেও গুচ্ছের ফিচার্স রয়েছে। স্মার্টফোনটিতে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি FHD+ ডিসপ্লে, Unisoc T৭৬০ চিপসেট এবং ৪ জিবি র্যাম। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে এআই চালিত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের দামও ১০ হাজার টাকার কম।
Samsung Galaxy A05
১০,০০০ টাকার কম দামে ৫জি স্মার্টফোন চাইলে এটি একটি ভালো বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির PLS এলসিডি ডিসপ্লে এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। মিলবে মিডিয়াটেক হিলিও G৮৫ প্রসেসর এবং ৬ জিবি পর্যন্ত র্যাম। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা।
Tecno Pop 9
তালিকার পরবর্তী স্মার্টফোনটি হল Tecno POP 9। স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, যা মসৃণ এবং ল্যাগ-মুক্ত অভিজ্ঞতা প্রদান করার দাবি রাখে। Tecno POP 9 ৫জি-তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি শক্তিশালী প্রসেসর এবং ৮ জিবি পর্যন্ত র্যাম। ছবি তোলার জন্য উপস্থিত ৪৮ মেগাপিক্সেল Sony এআই ক্যামেরা।
iQOO Z9 Lite
এই তালিকায় শেষ মডেল iQOO Z9 Lite ৫জি, যা গত বছর বাজেট স্মার্টফোন সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল। iQOO Z9 Lite মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৫জি ভিডিয়ো স্ট্রিমিং এবং ডুয়াল সিম ৫জি সাপোর্ট। এই ফোনেও ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony এআই ক্যামেরা।