মোবাইল

১০ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, Redmi 14C থেকে আছে POCO M6 Plus 5G

এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই প্রতিবেদনে উল্লেখিত ফোনগুলি Samsung, Redmi, Poco, Motorola ব্র্যান্ডের।

Published on:

Best camera Smartphones with 108 megapixel camera redmi 14c to poco m6 Plus 5g

অঙ্কিতা মন্ডল, কলকাতা: বর্তমানে সবাই প্রায় সেরা ক্যামেরা স্মার্টফোন খোঁজ করেন। আপনিও যদি ভালো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান, তবে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। সাশ্রয়ী মূল্যে এলেও এদের ক্যামেরার গুণগত মান বেশ চমৎকার। এই প্রতিবেদনে উল্লেখিত ফোনগুলি Samsung, Redmi, Poco, Motorola ব্র্যান্ডের।

Samsung Galaxy F06 5G

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা উপস্থিত। এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় ১০x পর্যন্ত ডিজিটাল জুম এবং LED ফ্ল্যাশ সাপোর্ট করবে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে ৯,৪৯৯ টাকায় কেনা যাবে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭-ইঞ্চি HD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে চার বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।

Redmi 14C

রেডমি ১৪সি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরার সেটআপ বর্তমান। স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ফিল্ম ফিল্টার এর মতো ফিচার সাপোর্ট করে। এটি গ্লাস-ব্যাক ডিজাইন সহ এসেছে, যা প্রিমিয়াম লুক দেয়। এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮৮-ইঞ্চি HD+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর এবং ৩৩ ফাস্ট চার্জারের সঙ্গে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি ফোনটি ৯,৯৯৯ টাকায় কিনতে পারেন।

Moto G45 5G

মোটো জি৪৫ ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে নাইট মোড, ম্যাক্রো মোড, পোর্ট্রেট মোড, লাইভ ফিল্টার, প্রো মোড সাপোর্ট করে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫-ইঞ্চি HD+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি ৯,৪৯৯ টাকায় কেনা যাবে।

POCO M6 Plus 5G

পোকো এম৬ প্লাস ৫জি ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এটি স্যামসাং আইএসওসেল এইচএম৬ সেন্সর। আর সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি শাওমি হাইপারওএস কাস্টম স্কিনে চলে। ফোনটি এখন ফ্লিপকার্টে ১০,৪৯৯ টাকায় তালিকাভুক্ত, কিন্তু ব্যাঙ্ক ছাড়ের সাথে এটি ১০,০০০ টাকার কমে কেনা যাবে।