এখন স্মার্টফোনে শুধু উন্নত ফিচার নয়, তার সঙ্গে চোখ জুড়ানো ডিজাইন এবং স্টাইল থাকাটাও কার্যত বাধ্যতামূলক হয়ে উঠেছে। এই চাহিদা মেটাতে Infinix, Lava, Nothing, Realme এবং Tecno, এই ৫ ব্র্যান্ড দুর্দান্ত সব স্মার্টফোন হাজির করেছে বাজারে। তরুণ প্রজন্মের কাছে বাড়তি সাড়া পেয়েছে এই ফোনগুলি। দেরি না করে আসুন জেনে নেওয়া যাক কোন ৫ স্মার্টফোন আপনার নজর কাড়তে পারে।
আপনি কি নিজের মতো করে স্মার্টফোন সাজাতে চান? তাহলে এটি বিবেচনা করতে পারেন। অদলবদল করা যায় এমন রঙিন ব্যাক প্যানেল রয়েছে এতে। ঠিক যেমন কেস পরিবর্তন করা। এছাড়াও, আপনি ব্যক্তিগতকৃত স্পর্শের জন্য আপনার নিজস্ব 3D-প্রিন্টও করতে পারেন। নান্দনিকতার বাইরে, CMF ফোন 1 বিভিন্ন ধরণের আনুষাঙ্গিক সমর্থন করে, যার মধ্যে রয়েছে একটি ওয়ালেট, কিকস্ট্যান্ড, ল্যানিয়ার্ড ইত্যাদি। ফোনের দাম ১৩ হাজার টাকার কম।
শুধু নজরকাড়া নয়, গেমিং-কেন্দ্রিক ফোন এটি। মিলবে তীক্ষ্ণ এবং স্বতন্ত্র নকশা। রেস কার-অনুপ্রাণিত ডুয়াল-টোন ব্যাক প্যানেল রয়েছে এতে। বিশেষ করে এটির টার্বো ইয়েলো ভ্যারিয়েন্টে, এটিকে একটি প্রিমিয়াম এবং স্পোর্টি লুক দেয়। স্মার্টফোনের কেন্দ্রে অবস্থিত, বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ডটি, যা আধুনিক নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে।
এটি এমন একটি স্মার্টফোন, যেখানে সাইবার মেকা-অনুপ্রাণিত ডিজাইনের সাথে পিছনে একটি মিনি-এলইডি-চালিত গতিশীল আলো ব্যবস্থা রয়েছে। নান্দনিকতার বাইরেও, এতে আকর্ষণীয় হার্ডওয়্যার প্যাক করে, যার মধ্যে উপস্থিত একটি বিশাল ৬,০০০mAh ব্যাটারি এবং ৭০ ওয়াট দ্রুত তারযুক্ত চার্জিং সাপোর্ট। ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।
এই বাজেট স্মার্টফোনটির চমক হল এতে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এই বৈশিষ্ট্যটি প্রদানকারী সবচেয়ে কম দামি স্মার্টফোন এটি। সামনের দিক থেকে, লাভা ব্লেজ ডুও দেখতে যেকোনও হাই-এন্ড ডিভাইসের মতোই প্রিমিয়াম, পাতলা বেজেল-সহ একটি 3D কার্ভড ডিসপ্লে রয়েছে। পিছনে, এর আয়তক্ষেত্রাকার সেকেন্ডারি স্ক্রিনটি নোটিফিকেশনের জন্য একটি সহজ উইন্ডো হিসেবে কাজ করতে পারে। ফোনের দাম ১৬,৯৯৯ টাকা।
২০,০০০ টাকার সামান্য বেশি দামের Infinix GT 20 Pro আরও একটি গেমিং-কেন্দ্রিক স্মার্টফোন, যার ডিজাইন নতুন এবং সাইবার-মেকানিক্যাল। রয়েছে ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপ, ৮ জিবি/১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে যেকোনও গেম সহজেই উপভোগ করতে পারবেন। কারণ এটির ফ্ল্যাট ডিসপ্লে গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.