মোবাইল

120W পর্যন্ত ফাস্ট চার্জিং, এই চার স্মার্টফোন চোখের নিমেষে চার্জ হবে, রয়েছে দুর্দান্ত ক্যামেরাও

Published on:

Best fast charging Smartphone list of 120w 100w 90w charging phone

ফাস্ট চার্জিং ফোন ক্রেতাদের কাছে এখন খুব পছন্দের। এই কারণে স্মার্টফোন ব্র্যান্ডগুলি প্রতিনিয়ত ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। আপনি যদি নিজের জন্য নতুন কোনো ফাস্ট চার্জিং ডিভাইস খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে। এখানে আমরা আপনাকে কয়েকটি দুর্দান্ত ফোন সম্পর্কে বলবো যেগুলি 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। বিশেষ বিষয় হল এই ডিভাইসগুলিতে আপনি দুর্দান্ত ক্যামেরাও পাবেন।

ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত স্মার্টফোনের লিস্ট

Realmr GT 7 Pro

এই ফোনে 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এতে আপনি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর পাবেন।

WhatsApp Community Join Now

OnePlus 12R

ওয়ানপ্লাসের এই ডিভাইসে আপনি 5500mAh ব্যাটারি পাবেন। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।

Vivo X200 Pro 5G

এই স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি রয়েছে। এটি ডাইমেনসিটি 9400 প্রসেসর সহ এসেছে। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।

iQOO 13

এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন