স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 5G বিশেষ অফারে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। লেটেস্ট গ্যালাক্সি এআই ফিচারে ভরপুর এই ডিভাইসটি ৭০০০ টাকা সরাসরি ডিসকাউন্টে কেনা যাবে। এই ফোনে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সাথে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। আসুন Samsung Galaxy S25 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
Samsung Galaxy S25 5G ফোনে বিশেষ অফার
স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৮০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে ইউপিআই পেমেন্টে ২,০০০ টাকা আরও ছাড় পাওয়া যাবে। আবার যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৭,০০০ টাকা সরাসরি ছাড় পাওয়া যাবে।
এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি কিনতে চাইলে ৪৬,১৫০ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। শুধু তাই নয় নির্বাচিত মডেলের সাথে ৮,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস মিলবে।
Samsung Galaxy S25 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি ডিভাইসে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৬০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.২-ইঞ্চি ডায়নামিক এলটিপিও অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত এবং পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি ৭ বছর ধরে সফ্টওয়্যার আপডেট পাবে।
Samsung Galaxy S25 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি ৪০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।