৬৮৯৯ টাকায় ১২ জিবি পর্যন্ত র্যামের ফোন, সাথে দুর্দান্ত ক্যামেরা ও বড় ব্যাটারি

ভালো পারফরম্যান্সের ফোন নিতে চাইলে এখন আর বাজেট বেশি রাখার দরকার নেই। বাজারে এমন কয়েকটি ফোন আছে, যেগুলির দাম শুনলে অবাকই হতে হয়। আজ্ঞে হ্যাঁ, মাত্র ৬,৮৯৯ টাকায় আপনি এমন স্মার্টফোন কিনতে পারবেন, যেগুলি দৈনন্দিন ব্যবহার ছাড়াও হালকা গেমিং আর মাল্টিটাস্কিং সামলাতে পারে। এই ডিভাইসগুলির মধ্যে আছে itel Zeno 20 ও Lava Bold N1 Pro। উভয় হ্যান্ডসেট অ্যামাজন ইন্ডিয়ায় তালিকাভুক্ত, আর কোনো অফার ছাড়াই এগুলি সস্তায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে দাম আরও কমানো সম্ভব।
itel Zeno 20: ৭০০০ টাকার কমে বড় ডিসপ্লে ও বেশি র্যাম
itel Zeno 20 স্মার্টফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আবার এতে পাওয়া যাবে আকর্ষণ মেমরি ফিউশন ফিচার। এই ফিচারের মাধ্যমে র্যাম বাড়িয়ে মোট ১২ জিবি পর্যন্ত করা যাবে। অ্যাপ চালানো বা একসঙ্গে একাধিক কাজ করলে বেশি র্যাম কাজে আসবে।
এই ফোনে আছে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে, পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এতে IP54 রেটিং থাকায় হালকা জল বা ধুলো নিয়ে বাড়তি দুশ্চিন্তা নেই।
Lava Bold N1 Pro: বাজেটের মধ্যে সেরা ফোন
Lava Bold N1 Pro একই দামে দুর্দান্ত অভিজ্ঞতা দেয়। এতে ৪ জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। স্টোরেজ ১২৮ জিবি ।এর ডিসপ্লে হল ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস। সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ক্যামেরার ক্ষেত্রে Lava সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে LED ফ্ল্যাশ উপস্থিত। সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। প্রসেসর হিসেবে Unisoc T606 ব্যবহার করা হয়েছে, আর ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে।

