২০২৪ সালে স্যামসাং বেশ কয়েকটি বাজেট ফোন বাজারে এনেছে। ব্র্যান্ডের একটি সস্তা ডিভাইস সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ দ্বারা প্রকাশিত সেরা ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। এই লিস্টের সবচেয়ে কম দামি ফোন এটি। এর দাম ৭,০০০ টাকার কাছাকাছি। আর এই স্মার্টফোনের নাম Samsung Galaxy A05। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় ব্যাটারি আছে। আপনি যদি ৮,০০০ টাকার কমে সেরা ফোন কিনতে চান তাহলে এটি বেছে নিতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৭,২৮৮ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে পাবেন ৫% ক্যাশব্যাক। উল্লেখ্য, গ্যালাক্সি এ০৫ লঞ্চ হয়েছিল ৯,৯৯৯ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ডিভাইসে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে যার রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ২৫ ওয়াট সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এতে ফেস আনলক ফিচার উপস্থিত। গ্যালাক্সি এ০৫ এর সাথে ৪ বছরের সিকিউরিটি আপডেট এবং ২টি অপারেটিং সিস্টেম আপগ্রেড পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য, এতে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের বিকল্প আছে। স্যামসাংয়ের ফোনটি ব্ল্যাক, লাইট, গ্রিন এবং সিলভার কালারে এসেছে।
ক্যামেরা সেটআপের কথা বললে, গ্যালাক্সি এ০৫ এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। এছাড়াও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.