সুমন পাত্র, কলকাতা: সদ্য ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ শুরু হয়েছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজনে। এই প্ল্যাটফর্মে একাধিক শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় ও নানা অফার রয়েছে। এই সেল চলবে ২৬ মার্চ পর্যন্ত। অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ চলাকালীন Samsung, OnePlus, iQOO, এবং অন্যান্য কোম্পানির নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি অনেক কম দামে পেতে পারেন।
নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন, যা মিড-রেঞ্জ সেগমেন্টে গেমিং এবং পারফরম্যান্স-কেন্দ্রিক ডিভাইস হিসেবে বাজারে এসেছে। এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন৩ প্রসেসর, যা শক্তিশালী পারফরম্যান্স এবং AI ফিচার প্রদান করে। ২৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত এই মডেল। তবে ব্যাঙ্ক অফার-সহ ক্রেতারা সেলের সময় ২০০০ টাকা ছাড় পেতে পারেন।
এই ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগে অফার রয়েছে আরও একটি ফিচার সমৃদ্ধ ফোন OnePlus 13R এর উপর। এটি বাজারে উপলব্ধ সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর চালিত স্মার্টফোনগুলির মধ্যে একটি। OnePlus 13R-এর দাম ৪২৯৯৯ টাকা হলেও ক্রেতারা ৩০০০ টাকার ব্যাঙ্ক অফার-সহ ৩৯,৯৯৯ টাকায় এটি পেতে পারেন। এই মডেলের উপর ৭০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে অ্যামাজন।
সেলের সময় কেনার জন্য আর একটি দারুন মিড-রেঞ্জ স্মার্টফোন হল Realme GT 6T। স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর এবং ৮ জিবি র্যাম রয়েছে। সেল চলাকালীন Realme GT 6T ১১% ছাড়ে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কার্যকর মূল্য ৩১,৯৯০ টাকা। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ১৫০০ টাকা ছাড়ও পেতে পারেন।
এটি নতুন লঞ্চ হওয়া Galaxy A সিরিজের স্মার্টফোন যা বেশ কিছু আপডেটের সাথে লঞ্চ করেছে কোম্পানি। Samsung Galaxy A36-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর এবং ৮ জিবি RAM। উন্নত AI বৈশিষ্ট্য যেমন Best Face, Instant Slow-mo, object eraser এর সুবিধা রয়েছে ফোনে। Samsung Galaxy A36-এর দাম ৩২,৯৯৯ টাকা। তবে সেলের সময় ক্রেতারা ১৫০০ টাকা ব্যাঙ্ক অফার পেতে পারেন।
তালিকার সবশেষ ডিভাইস হল OnePlus 13। এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে এতে। সেলের সময়, ক্রেতারা মাত্র ৭১,৯৯৮ টাকায় পাবেন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার যা দাম আরও কমিয়ে আনবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.