Motorola-র স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে এখন বেশ জনপ্রিয়। আমেরিকার ব্র্যান্ডটি গত কয়েক বছর ধরে প্রতিটি সেগমেন্টে দুর্দান্ত ক্যামেরা সেটআপের ফোন বাজারে আনছে। আপনি যদি কম দামে ফিচার সমৃদ্ধ কোনো ডিভাইস চান তাও সংস্থার পোর্টফোলিওতে উপস্থিত। এই প্রতিবেদনে আমরা মোটোরোলার একটি ফোন নিয়ে আলোচনা করবো, যার দাম 10,000 টাকার কম। আর এই স্মার্টফোনের নাম Motorola G35 5G। এতে এক ডজন 5G ব্যান্ড সাপোর্ট করে, যা খুব ভালো নেটওয়ার্ক অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।
সংস্থার দাবি Motorola G35 5G হল সর্বাধুনিক 5G প্রযুক্তি সমর্থিত ডিভাইস, যা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে দেবে। এই ডিভাইসের পিছনের প্যানেলে ভেগান লেদারের মতো ডিজাইন দেখা যাবে। এটি সেগমেন্টের একমাত্র ফোন যেখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আছে। দ্রুত পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে ইউনিসোক প্রসেসর।
10 হাজার টাকার কমে সেরা ফোন Motorola G35 5G
মোটোরোলা G35 5G ফোনের 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 9,999 টাকায় তালিকাভুক্ত। তবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাকের পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৬,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও মিলবে।
Motorola G35 5G এর স্পেসিফিকেশন
মোটোরোলার এই ফোনে 6.72-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস 1000 নিটস এবং এই ডিপপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ইউনিসোক T760 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক সফ্টওয়্যার স্কিন চলে। ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W চার্জিং সাপোর্ট করে।