কম দামি স্মার্টফোনগুলিতেও দ্রুত গতিতে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে। তাই যাদের বাজেট কম তাদের চিন্তা করার দরকার নেই। বর্তমান সময়ের ফোনে দৈনন্দিন কাজ বা গেমিং করতে পারবেন এমন ফিচার দিচ্ছে ব্র্যান্ডগুলি। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট ১০ হাজার টাকার কম, তাদের জন্য সেরা পাঁচ স্মার্টফোনের সন্ধান রইল।
গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর, ৬.৬৭ ইঞ্চি এইচডি+ এলসিডি স্ক্রিন, যার সঙ্গে রয়েছে গরিলা গ্লাস ৩ সুরক্ষা, অ্যান্ড্রয়েড ১৫ওএস, আইপি৫৪ রেটিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫,২০০mAh ব্যাটারি এবং ১৮ ওয়াট দ্রুত চার্জিং।
আরও একটি কম দামি স্মার্টফোন। এতে পাওয়া যাবে ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন-সহ ৬.৭৪ ইঞ্চি IPS এলসিডি স্ক্রিন। রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ ওএস, ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি, ১৫ ওয়াট চার্জিং, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এটি একটি ৫জি স্মার্টফোন। ফিচার রয়েছে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর, HD+ রেজোলিউশন-সহ ৬.৮৮ ইঞ্চি ১২০ হার্টজ IPS এলসিডি স্ক্রিন। ফোনের বেস ভ্যারিয়েন্টে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ থাকলেও, মাইক্রোএসডি কার্ড দিয়ে তা বাড়ানো যাবে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস সুরক্ষা সহ ৬.৭৪ ইঞ্চি HD+ IPS এলসিডি স্ক্রিন রয়েছে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+। এছাড়া এই স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM/ ৬৪ জিবি এবং ৫,০০০mAh ব্যাটারি।
স্যামসাং এর এফ সিরিজের লেটেস্ট ফোন। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপ, ৮০০ নিটস উজ্জ্বলতা-সহ ৬.৬ ইঞ্চি HD+ PLS এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ সফ্টওয়্যার, ৫০০০mAh ব্যাটারি এবং ২৫ ওয়াট দ্রুত চার্জিং।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.