Best 5G Phones Under ₹10000 in 2025: আপনি যদি নতুন বছরে অর্থাৎ 2025 সালে নতুন ফোন কিনতে চান তাহলে আমরা 5G ডিভাইস নিতে বলবো। আর এরজন্য আপনাকে বেশি টাকা ব্যয় করতে হবে না। আপনি 10,000 টাকার কম দামেও এখন 5G স্মার্টফোন পেয়ে যেতে পারেন। আর এই ফোনগুলিতে লেটেস্ট অনেক ফিচারও আছে। এমনকি 10 হাজার টাকার কমে এখন স্যামসাং থেকে পোকো-র মতো জনপ্রিয় ব্র্যান্ড 5G হ্যান্ডসেট লঞ্চ করেছে। এই প্রতিবেদনে আমরা এই রেঞ্জে উপস্থিত সেরা 5টি ফোনের নাম জানাবো।
স্যামসাং স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত এবং এতে হাই-রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6 সফটওয়্যার স্কিন রয়েছে। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি অর্ডার করা যাবে 9,999 টাকায়।
এই Motorola ডিভাইসে 5000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সহ Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রিমিয়াম লুকের জন্য এই ফোনে ভেগান লেদার ফিনিশ ডিজাইন দেখা যাবে। এটি 9,999 টাকায় কেনা যাবে।
রেডমি A4 5G ফোনটি 8,999 টাকায় কেনা যাবে। তবে এটি কেবল স্ট্যান্ড-অ্যালোন (এসএ) 5G কানেক্টিভিটি অফার করে এবং এতে কেবল জিওর 5G সিম ব্যবহার করা যায়। অর্থাৎ এয়ারটেল বা Vi এর এনএসএ 5G নেটওয়ার্ক এতে সাপোর্ট করবে না।
রেডমির এই ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন। এটি 9,999 টাকা থেকে পাওয়া যাবে।
এই পোকো স্মার্টফোনটি 8,499 টাকায় কেনা যাবে এবং এতে আছে 18W ফাস্ট চার্জিং সহ বড় 5000mAh ব্যাটারি। আবার ডিভাইসটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় ডিসপ্লে সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.