6200 টাকার মধ্যে 12GB র্যাম ও 50MP ক্যামেরা ফোন

কম দামের স্মার্টফোন মানে যে পারফরম্যান্স খারাপ হবে এই ধারণা এখন একটু একটু করে বদলে যাচ্ছে। বিশেষ করে যারা হালকা গেমিং, সোশ্যাল মিডিয়া ও দৈনন্দিন কাজের জন্য বেশি র্যাম চান, তাদের জন্য বাজারে বেশ কয়েকটি বিকল্প চলে এসেছে। ৬২০০ টাকার আশপাশে এমন দুটি ফোন বাজারে আছে, যেগুলি ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ মোট ৮ জিবি থেকে ১২ জিবি পর্যন্ত র্যাম অফার করবে। ক্যামেরা, ব্যাটারি আর ডিসপ্লের দিক থেকেও হ্যান্ডসেটগুলি একেবারে খারাপ নয়।
Lava O3 Pro এর দাম ও ফিচার
Lava O3 Pro ফোনটি অ্যামাজন ইন্ডিয়ায় ৬১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই মূল্য ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর সঙ্গে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফলে মোট র্যাম দাঁড়াবে ৮ জিবি।
ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা বিভাগে Lava কিছুটা চমক দেওয়ার চেষ্টা করেছে। এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল AI ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
itel Zeno 20 Max এর দাম ও ফিচার
itel Zeno 20 Max-এর দাম সামান্য কম, ৬১৬৯ টাকা। এতেও ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ফিচার হিসেবে এতে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস IPS প্যানেল পাওয়া যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি Unisoc T7100 প্রসেসর সহ এসেছে। ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আবার এতে মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি ও IP54 রেটিং থাকায় হালকা জল বা ধুলো লাগলেও দুশ্চিন্তা কম। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

