আপনি যদি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটি নতুন ফোন কিনতে চান তাহলে Oppo F27 Pro + 5G বেছে নিতে পারেন। এই ডিভাইসে অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি আছে। আর এখন ফ্লিপকার্টে বিশেষ ডিলে সহ এই ফোনটি পাওয়া যাচ্ছে। এর 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ফ্লিপকার্টে 25,999 টাকায় তালিকাভুক্ত। তবে আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 2,599 টাকা ছাড় পাবেন।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 1,904 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আবার এক্সচেঞ্জ অফার সহ Oppo F27 Pro + 5G কিনতে চাইলে 24,050 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Oppo F27 Pro + 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
অপ্পো F27 প্রো প্লাস 5G ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস 2-ও ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 64-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।
আবার সেলফির জন্য এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য অপ্পো F27 প্রো প্লাস স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14 কাস্টম স্কিনে চলবে। এতে IP66, IP68 এবং IP69 রেটিং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে।