অপ্পো সম্প্রতি ভারতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং বিশেষ এআই ফিচার সহ Oppo Find X8 স্মার্টফোন লঞ্চ করেছে। যদিও এটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে তবে ডিভাইসটি এখন বিশেষ ছাড় সহ পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে এই মুহূর্তে অনেকটাই সস্তায় কেনা যাবে Oppo Find X8 5G। এই ফোনের সাথে প্রায় 7000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 8000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।
এই অফারের সাথে কিনুন Oppo Find X8 5G
ফ্লিপকার্টে অপ্পো ফাইন্ড X8 5G এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ছাড়ের পর 69,999 টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও কোনও ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে 6,999 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,685 টাকা ছাড় মিলবে।
এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে 8,000 টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে। এছাড়াও পুরানো ফোনের মডেল এবং তার অবস্থার উপর নির্ভর করে সর্বোচ্চ 46,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হবে। ডিভাইসটি স্পেস ব্ল্যাক এবং স্টার গ্রে কালারে এসেছে।
Oppo Find X8 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
এই অপ্পো স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ডলবি ভিশন ও 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 7i। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসরের সাথে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 সফ্টওয়্যার স্কিন রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত।
অপ্পো ফাইন্ড X8 5G এর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে 5630mAh ব্যাটারি দেওয়া হয়েছে,যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।