২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেরা পাঁচ স্মার্টফোন, Redmi Note 12 Pro+ 5G থেকে Realme P3 Pro

বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি ঘটেছে। বাজারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন চলে এসেছে। ফলে যারা মোবাইল ফটোগ্রাফির শখ রাখেন তারা এই ধরনের ডিভাইস কিনতে পারেন। আজ আমরা এই প্রতিবেদনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসে পাঁচটি সেরা স্মার্টফোন নিয়ে আলোচনা করবো, যারমধ্যে রয়েছে মিড রেঞ্জের Realme P3 Pro 5G থেকে প্রিমিয়াম রেঞ্জের Samsung Galaxy S25 Ultra 5G

২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন

Samsung Galaxy S25 Ultra 5G

স্যামসাংয়ের এই ফোনে‌ আছে চারটি রিয়ার ক্যামেরা, যার মধ্যে প্রধান ক্যামেরটি ২০০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাথে আছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ৫০ মেগাপিক্সেলের ৫x অপটিক্যাল জুম এবং ১০ মেগাপিক্সেলের ৩x অপটিক্যাল জুম ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর, ৬.৯ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Realme P3 Pro 5G

এই মিড-রেঞ্জ স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসরে চলে।

Vivo X200 Pro

মোবাইল ফটোগ্রাফারদের জন্য আদর্শ স্মার্টফোন Vivo X200 Pro। এতে আছে ZEISS ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এছাড়া এতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra 5G

স্যামসাংয়ের এই ফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ তিনটি ক্যামেরা আছে – ৫০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল অপটিক্যাল জুম লেন্স। এতে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস Dynamic AMOLED 2x ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 12 Pro+ 5G

২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসা এই রেডমি স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর এর ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।