দাম ৬ থেকে ৮ হাজার টাকা, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme সহ সেরা এই তিন ফোন কিনুন

কম দামের মধ্যে ভালো ফিচারের স্মার্টফোন খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি দুর্দান্ত স্মার্টফোনের বিষয়ে বলবো, যেগুলি ৬ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই ফোনগুলি Samsung, Motorola ও Realme ব্র্যান্ডের। এগুলিতে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, ৫২০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ও বড় ডিসপ্লে আছে।
Realme NARZO N61 এর দাম ও ফিচার
রিয়েলমি নারজো এন৬১ এখন ৭৪৯৯ টাকায় অ্যামাজন ইন্ডিয়াতে উপলব্ধ। এতে আছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আই কমফোর্ট ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে UNISOC T612 প্রসেসর। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Motorola G05
ফ্লিপকার্টে এখন ৭২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Motorola G05। এই ডিভাইসে রয়েছে ৬.৬৭ ইঞ্চি বড় পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি ৫২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
Samsung Galaxy M05
স্যামসাং গ্যালাক্সি এম০৫ কেনা যাবে ৬৯৮০ টাকায়। এতে ৬.৭ ইঞ্চি বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।