১০ হাজার টাকার কমে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৫জি ফোন, Infinix Hot 50 5G লোভনীয় অফারে কিনুন

বর্তমানে বাজারে কম বাজেটে ভালো পারফরম্যান্সের একাধিক স্মার্টফোন উপলব্ধ। এদের মধ্যে সেরা একটি বিকল্প Infinix Hot 50 5G। এই ফোনটি এখন ফ্লিপকার্টে কম দামে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফার সহ ১০,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে বিভিন্ন ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। যারপর এটি ১০ হাজার টাকারও কম দামে কেনা যাবে।

আপনার কাছে যদি Flipkart Axis Bank কার্ড থাকে, তাহলে Infinix Hot 50 5G কেনার সময় ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে পুরানো ডিভাইস বদলে ৭,১৮০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন এই ছাড়ের পরিমাণ ফোনের অবস্থা ও ব্র্যান্ড অনুযায়ী নির্ধারিত হয়।

ইনফিনিক্সের এই ফোনের অন্যতম আকর্ষণীয় দিক হল, এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে, যার ফলে মোট র‌্যাম বেড়ে হয় ১৬ জিবি।

এছাড়াও ইনফিনিক্স হট ৫০ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক XOS 14.5 কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।