সৌন্দর্য্য এবং বিলাসিতায় যাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের জন্য বিশেষ ভাবে iPhone 16 Pro এর “সিক্রেট লাভ” কালেকশন লঞ্চ করল Caviar। ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে এই বিশেষ সিরিজটি এনেছে রাশিয়ান সংস্থাটি। দুবাইয়ে অবস্থিত ক্যাভিয়ার এদিন, সোনা, হীরে, মুক্তো এবং প্রিমিয়াম চামড়া দিয়ে আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের এক শৈল্পিক রূপ লঞ্চ করেছে।
এই ধরনের লাক্সারি আইটেম, কাস্টমাইজেশনের জন্য জনপ্রিয় সংস্থাটি। বিশেষত স্মার্টফোনের উপরই এই ধরনের কারুকার্য করে থাকে তারা। নতুন কালেকশনটি মুক্তো থেকে অনুপ্রাণিত। থিম “বিশুদ্ধ ভালোবাসার” প্রতীক। তিনটি কারুকার্য নকশার বৈশিষ্ট্য রয়েছে এতে। ফ্ল্যাগশিপ বুকেট ডোরে ৯৯৯ সূক্ষ্ম সোনা, প্রাকৃতিক মুক্তো এবং বাছুরের চামড়া দিয়ে তৈরি একটি সোনালী হৃদয় দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য “বসন্তের জাগরণ”।
প্রো মডেলের এই সার্পেন্টিস পার্ল ভ্যারিয়েন্টের দাম ৯৯৯০ ডলার (প্রায় ৮ লাখ ৬৫ হাজার টাকা)। এতে রয়েছে বুলগারির সর্পিল নান্দনিকতা, যা একটি কুণ্ডলীকৃত সাপের হৃদয় গঠনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি এলিজাবেথ টেলরের ক্লিওপেট্রার উত্তরাধিকারের প্রতি ইঙ্গিত করে। আর একটি মডেল যার নাম, প্রেমের সমুদ্র – এই ভ্যারিয়েন্টের দাম ১১,৬৩০ ডলার (প্রায় ১০ লাখ টাকা)। আর প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের দাম ১৩,০০০ ডলার।
প্রসঙ্গত, ক্যাভিয়ার সম্প্রতি বিটকয়েন এডিশন আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সও উন্মোচন করেছে। যার দাম শুরু ১১,১৩০ ডলার থেকে (প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা)। এই সীমিত সংস্করণের ফোনগুলি ২৪ ক্যারেট সোনায় মোড়ানো, যাতে রয়েছে বিটকয়েন লোগো এবং ব্লকচেইন-অনুপ্রাণিত নকশার ৩ডি খোদাই বৈশিষ্ট্য।