Nothing এর সাব-ব্র্যান্ড CMF বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন CMF Phone 2 Pro। আগামী ২৮ এপ্রিল এর উপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের আগে ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং টিজার সামনে এসেছে। স্মার্টফোনের পাশাপাশি ওইদিন CMF Buds 2, Buds 2a, এবং Buds 2 Plus ইয়ারফোন লঞ্চ হতে পারে।
সম্প্রতি ফ্লিপকার্ট থেকে সিএমএফ ফোন ২ প্রো এর ছবি প্রকাশ করা হয়েছে, যা থেকে স্পষ্ট যে আসন্ন ডিভাইসের ডিজাইন আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত ও আধুনিক হবে। এটি দুটি রঙে বাজারে আসবে – ধূসর এবং CMF-এর সিগনেচার কমলা রঙ। এর পিছনের অংশে ডুয়াল-টোন ডিজাইন দেখা যাবে। আর ব্যাক প্যানেলের স্ক্রুগুলোর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী ব্যাক কভার বদলাতে পারবেন।
সিএমএফ ফোন ২ প্রো এর পিছনে থাকবে একটি অ্যাক্সেসরি পয়েন্ট, যেখানে ল্যানিয়ার্ড, কার্ড হোল্ডার বা অন্যান্য এক্সেসরিজ সংযুক্ত করা যাবে। এই সুবিধা সিএমএফ ফোন ১ মডেলেও ছিল।
সিএমএফ ফোন ২ প্রো এর সামনে দেখা যাবে হোল-পাঞ্চ ডিসপ্লে। এর চারপাশে থাকবে সমান বেজেল। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট ব্যবহার করা হবে। গেমারদের জন্য এই ফোনে BGMI-তে ১২০এফপিএস গেমিং এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সুবিধা থাকবে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১/১.৫৭-ইঞ্চি সেন্সর), ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স (১১৯.৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ)।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.